Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তৃতীয় ঢেউ কে রুখতে নয়া অস্ত্র! কোভিড চিকিৎসায় ভারতের বাজারে শীঘ্রই মিলবে স্প্রে ভ্যাকসিন

আবারো স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা জোড় কদমে চলছে দেশে। ওমিক্রনের আতঙ্ক কেটে উঠছে ধীরে ধীরে, দৈনিক সংক্রমণ গত তিনদিন ধরে এক লক্ষের নিচে। তবে ফের খানিকটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায়। কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মৃত্যু সংখ্যা। ১২০০ এর বেশি মানুষ একদিনেই মারা গেছেন করোনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষের বেশি ওমিক্রণের দাপটে। তাই এখনও পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন গত ২৪ ঘণ্টায়। যা খানিকটা বেশি গতকালের তুলনায়। তবে অ্যাকটিভ কেস স্বস্তি দিয়ে কমল। বর্তমানে ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮ দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই পজিটিভিটি রেট একটু একটু করে কমছে। ভারতে ৪.৫৪ শতাংশ করোনা পজিটিভ রেট এই মুহূর্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ ধীরে ধীরে। প্রায় সব রাজ্যেই স্কুল-কলেজ খুলে গিয়েছে। তবে WHO আক্ষেপ করে জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বে ৫ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের আবির্ভাবের পর থেকে। ১৩০ মিলিয়ন ওমিক্রণ সংক্রমিতের খবর সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, টিকাকরণে একইরকম ভাবে জোর দেওয়া সম্ভব হলে এবং কোভিডবিধি পালন করা হলে বিশ্বের প্রতিটি প্রান্তে , এই পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করা যেত।

তবে এবার বাজারে এল নয়া ন্যাজাল স্প্রের প্রাপ্ত বয়স্কদের করোনা চিকিৎসার জন্য । নিট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রেটি গ্লেনমার্ক কোম্পানির তরফে প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। এই স্প্রে ভারতীয় ড্রাগ রেগুলেটর থেকে অনুমতি পেয়েই তৈরি হয়েছে।

খুব তাড়াতাড়ি এই স্প্রে টি ভারতীয় বাজারে পাওয়া যাবে বলে মনে করা যাচ্ছে। এই স্প্রের ফলে যাদের ভ্যাকসিন নিতে ভয় আছে তারাও নিশ্চিন্ত।

Related posts

আবারও বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, চিন্তায় রাখছে সংক্রমন

News Desk

রাস্তায় আই লাভ ইউ বলেছিল যুবক, রাগে মামলা করে দিলেন কিশোরী, যা শাস্তি হলো…

News Desk

চলন্ত বাসে শারীরিক ঘনিষ্ঠতা দম্পতির, না থামিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিল সহযাত্রীরা

News Desk