Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

হাততালি দিলেই উথালপাতাল হয় কুণ্ডের জল! ঝাড়খণ্ডের দলাহি কুণ্ডের রহস্য এখনও মানুষের অধরা

ভারতে অনেকগুলি প্রাচীন কুণ্ড রয়েছে যার অনেকগুলির রহস্য এখনও উন্মোচিত হয়নি। তেমনই একটি হল দলাহি কুণ্ড। যা আজও রহস্যে ঘেরা।

দাবি করা হয়, এই কুণ্ডের সামনে হাততালি দিলেই জলের মধ্যেই একটা উথালপাতাল হয়। নেচে ওঠে জল। কেন এমন হয়, তার কারণ নাকি আজও খুঁজে পাননি বিজ্ঞানীরা। ঝাড়খণ্ড থেকে ২৭ কিলোমিটার দূরে বোকারোতে রয়েছে ‘রহস্যময়’ এই কুণ্ড। দলাহি কুণ্ডের এই বিশেষত্বের কারণেই দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন।

কেন এমন হয়, তার কারণ নাকি আজও খুঁজে পাননি বিজ্ঞানীরা। ঝাড়খণ্ড থেকে ২৭ কিলোমিটার দূরে বোকারোতে রয়েছে ‘রহস্যময়’ এই কুণ্ড। বিজ্ঞানীরা দলাহি কুণ্ডের এই বিশেষত্ব নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করেছেন। তাদের ধারণা, এই কুণ্ডের জল জামুই নালার মধ্যে দিয়ে বাহিত হয়ে সোজা গঙ্গায় গিয়ে মেশে। সরু নালার মধ্য দিয়ে জল অনেক গভীরে চলে যায়। বিজ্ঞানীদের ধারণা, হাততালিতে যে শব্দতরঙ্গের সৃষ্টি হয়, তারই প্রভাবে জল নেচে ওঠে। কিন্তু এটাই যে একমাত্র কারণ। তবে এর কোনো পাকাপোক্ত প্রমাণ মেলেনি। ফলে আজও রহস্য থেকে গিয়েছে দলাহি কুণ্ড।

Mystery of Dalahi Kund

এমনকি আরো দাবি করা হয় যে, গ্রীষ্মের সময় এই কুণ্ডের জল থেকে একেবারে ঠাণ্ডা। আবার শীতকালে জল থাকে উষ্ণ। স্থানীয়দের মধ্যে এটাও প্রচলিত যে, এই কুণ্ডের জলের ঔষধি গুণ রয়েছে। এর জলে স্নান করলে নাকি চর্মরোগ দূর হয়ে যায়। তবে এই কুণ্ডের জলে ঔষধি গুণাগুণ আছে, এমন কোনো প্রমাণ মেলেনি কোথাও। দলাহি কুণ্ডকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিশ্বাস এবং আস্থা রয়েছে। যা দূর দূরান্তেও ছড়িয়েছে। ফলে প্রতি বছর মকর সংক্রান্তির দিন এই কুণ্ডকে ঘিরে মেলা বসে।

Related posts

বিয়ের পর পিরিয়ডের অজুহাতে ছুঁতে দিতেন না স্বামীকে! এক সপ্তাহ যেতে না যেতেই যা ঘটলো

News Desk

জানেন কি Amazon-এরই রয়েছে আরেকটি ওয়েবসাইট! অনেক দামে পাওয়া যায় দরকারি সব সামগ্রী

News Desk

১২ বছর পর ভাঙতে চলেছে শাকিরা-জেরার্ড পিকের জুটি! নেপথ্যে কি কারণ

News Desk