আরও মারাত্মক আকার ধারণ করছে দেশের করোনা পরিস্থিতি ৷ দেশের সব রাজ্যই এমন যেখানে করোনার প্রভাব কম বেশি রয়েছে ৷ দেশের প্রত্যেকটি জায়গাই করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল অবস্থায় আছে ৷ গত কিছুদিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও করোনা পরিস্থিতির জটিলতা একটুও কমেনি ৷
করোনার প্রথম ঢেউয়ে বাচ্চারা অনেকটাই সুরক্ষিত ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে চিন্তায় রাখছে যে বিষয়টি সেটি হল এবার বাচ্চারাও করোনা পজিটিভ হচ্ছে ৷ শুধুমাত্র কর্ণাটকেই শেষ দু’মাসে ৯ বছরের কম বয়স এমন প্রায় ৪০ হাজার বাচ্চা করোনায় আক্রান্ত হয়েছে ৷
টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, কর্নাটক রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের কারণে খুব চিন্তায় প্রশাসন ৷ তথ্য অনুযায়ী ০-৯ বছর বয়সী ৩৯, ৮৪৬টি বাচ্চা করোনা ভাইরাসে আক্রান্ত, আর ১০ থেকে ১৯ বছরের মধ্যে ১,০৫,০৪৪ জন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছে ৷ গতবছরের সাথে তুলনায় দেখা গিয়েছে এবার করোনায় অনেক পরিমানে বেশি বাচ্চারা আক্রান্ত হচ্ছে ৷ যা সংখ্যায় প্রায় ২০২০-র তুলনায় দ্বিগুণ ৷
কর্ণাটকের লেডি কার্জন হাসপাতালের চিকিৎসক ডাঃ শ্রী নিবাস জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ মারাত্বক গতিতে আঘাত হেনেছে ৷ এবছর যখন কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার দুই থেকে তিন দিনের মধ্যে বাড়ির বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন ৷ এরকম পরিস্থিতিতে রেহাই পাচ্ছে না বাড়ির বাচ্চারাও, তারাও পজিটিভ হচ্ছেন৷
কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, বাচ্চারা করোনা পজিটিভ এখনও তাদের মধ্যে খুব একটা বেশি প্রভাব পড়ছে না ৷ সাধারণত হাসপাতালে কোনো বাচ্চা কে ভর্তি করার মতো পরিস্থিতি আসছে না ৷ ১০ জন বাচ্চার মধ্যে মোটামুটি একজনকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে ৷