Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশে মারাত্মক কোভিড-১৯ পরিস্থিতি, এখনও অবধি ৪০ হাজার শিশুর দেহে করোনা

আরও মারাত্মক আকার ধারণ করছে দেশের করোনা পরিস্থিতি ৷ দেশের সব রাজ্যই এমন যেখানে করোনার প্রভাব কম বেশি রয়েছে ৷ দেশের প্রত্যেকটি জায়গাই করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল অবস্থায় আছে ৷ গত কিছুদিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও করোনা পরিস্থিতির জটিলতা একটুও কমেনি ৷

করোনার তৃতীয় ঢেউ সুরক্ষিত থাকবে না শিশুরাও! সংক্রমণ থেকে বাঁচাতে বিশেষ পরামর্শ ডা. দেবী শেঠির

করোনার প্রথম ঢেউয়ে বাচ্চারা অনেকটাই সুরক্ষিত ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের সবচেয়ে চিন্তায় রাখছে যে বিষয়টি সেটি হল এবার বাচ্চারাও করোনা পজিটিভ হচ্ছে ৷ শুধুমাত্র কর্ণাটকেই শেষ দু’মাসে ৯ বছরের কম বয়স এমন প্রায় ৪০ হাজার বাচ্চা করোনায় আক্রান্ত হয়েছে ৷

টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, কর্নাটক রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের কারণে খুব চিন্তায় প্রশাসন ৷ তথ্য অনুযায়ী ০-৯ বছর বয়সী ৩৯, ৮৪৬টি বাচ্চা করোনা ভাইরাসে আক্রান্ত, আর ১০ থেকে ১৯ বছরের মধ্যে ১,০৫,০৪৪ জন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছে ৷ গতবছরের সাথে তুলনায় দেখা গিয়েছে এবার করোনায় অনেক পরিমানে বেশি বাচ্চারা আক্রান্ত হচ্ছে ৷ যা সংখ্যায় প্রায় ২০২০-র তুলনায় দ্বিগুণ ৷

কর্ণাটকের লেডি কার্জন হাসপাতালের চিকিৎসক ডাঃ শ্রী নিবাস জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ মারাত্বক গতিতে আঘাত হেনেছে ৷ এবছর যখন কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার দুই থেকে তিন দিনের মধ্যে বাড়ির বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন ৷ এরকম পরিস্থিতিতে রেহাই পাচ্ছে না বাড়ির বাচ্চারাও, তারাও পজিটিভ হচ্ছেন৷

কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, বাচ্চারা করোনা পজিটিভ এখনও তাদের মধ্যে খুব একটা বেশি প্রভাব পড়ছে না ৷ সাধারণত হাসপাতালে কোনো বাচ্চা কে ভর্তি করার মতো পরিস্থিতি আসছে না ৷ ১০ জন বাচ্চার মধ্যে মোটামুটি একজনকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে ৷

Related posts

চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কেমন পোশাক পরবেন! কি জুতোই বা পড়া উচিৎ

News Desk

বিয়ের আগে ওজন বাড়ানো থেকে বড় পেটানো। জানুন বিয়ে নিয়ে পৃথিবীর নানান দেশের আজব প্রথা

dainikaccess

বিশ্বের সবচেয়ে সুন্দর এই নারীর মুখ, বিজ্ঞানও মেনে নিয়েছে! জানেন কে ইনি?

News Desk