ঘড়িতে মেপে মাত্র ৬ মিনিট। তার মধ্যেই সমাপ্তি হয়ে গেলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৃতীয় দফার শপথগ্রহণ অনুষ্ঠানের। সোমবার রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কোভিড আবহের কথা মাথায় রেখে একেবারে আড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার ২৪ জন পূর্ণমন্ত্রী-সহ ৪৩ জন মন্ত্রী। এদের মধ্যে ১০ জন হলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বাদবাকিরা প্রতিমন্ত্রী।
দেশে এই প্রথম কোনও সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান মাত্র ৬ মিনিটে সমাপ্ত হল।
নতুন মন্ত্রিসভার ২৪ জন পূর্ণমন্ত্রী একসাথে শপথ বাক্য পাঠ করেন। তারপর শপথ গ্রহণ করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। সর্বশেষ শপথগ্রহণ করেন প্রতিমন্ত্রীরা।
সোমবার রাজভবনে কোভিড বিধি মেনেই হল শপথ গ্রহণ অনুষ্ঠান। সারা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্ত বহু রাজনীতিবিদ, নেতা ও মন্ত্রীও। এহেন সময় করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নেহাতই অনাড়ম্বর। খুব সীমিত সংখ্যক মানুষই আমন্ত্রিত ছিলেন এই শপথ গ্রহণ সভায়। তবে নবনির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সকল মন্ত্রীই শপথ গ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেন নি। ব্রাত্য বসু এবং রথীন ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ গ্রহণ করলেন। বাড়িতে আইসোলেশন থেকেই শপথ নেন এই ২ জনে।শারীরিক অসুস্থতার কারণে অমিত মিত্রও রাজ্য ভবনে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করতে পারেন নি। তিনিও ভার্চুয়ালি শপথ নিতে বাধ্য হলেন।
করোনার জেরে হলেও কোনো মন্ত্রীর এই প্রথম বার ভার্চুয়ালি শপথগ্রহণও এক নজির সৃষ্টি করল।