Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

বিজেপির তারকা প্রার্থীদের কটাক্ষের জের, কেন্দ্রীয় নেতৃত্বের তলব তথাগত রায় কে

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর বারবার তথাগত রায় বিজেপি প্রার্থী নির্বাচন নিয়ে দলকে তোপ দেগেছেন। টুইটারে রুপোলি পর্দার তারকা প্রার্থী থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব, এদের সকলকেই কম বেশি আক্রমণ  হেনেছেন তিনি। এবারে এই সরব হওয়া কেই কেন্দ্র করে দিল্লিতে তলব পড়ল তথাগত রায়ের। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত থাকাই এই মুহূর্তে দিল্লি যাওয়া তার পক্ষে অসম্ভব বলেই জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি (BJP) নেতা।

এবারে বঙ্গ দখলের লড়াইয়ে বেশ কিছু তারকা প্রার্থীকে লড়াইয়ে নামিয়েছিল বিজেপি শিবির। সিনেমা জগতের জনপ্রিয় মুখ তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পার্ণো মিত্র, যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ ইত্যাদি রুপোলি পর্দার বড় বড় নাম এই ভোটে বিজেপির হয়ে লড়াই করেছেন।

তবে তাঁদের সিংহ ভাগই ব্যর্থতার মুখ দেখেছেন। এ নিয়ে বিজেপির দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। কার্যত তিনি প্রার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যই করে বসেন। টুইটে তিনি শ্রাবন্তী, পায়েল, পার্নোদের ‘নগরীর নটী’ বলে উল্লেখ করেন যা ঘিরে দানা বেধেছে বিতর্ক। 


কিন্তু এই বিতর্ক এক বিন্দু টলাতে পারেনি তাকে। এত কিছুর মাঝেও লাগাতার টুইটারে সরব হন তথাগত রায়। বৃহস্পতিবার সকালে ফের টুইটারে বিজেপির রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেন তিনি। লেখেন, “অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা আর ফিটার মিস্ত্রির শংসাপত্র থাকা নেতৃত্বের কাছ থেকে এর বেশি কী আশা করা যায়।”

তৃণমূল দল ত্যাগ করে যারা বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই টিকিট পেয়েছেন তাঁদের ‘আবর্জনা’ বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল থেকে দলবদলু যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের দল থেকে সরানোর কথাও বলেছেন তথাগত। আবার এই সমস্ত কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে পুরানো নেতা কর্মী যাঁরা বিজেপি ছেড়েছেন, তাদের আবার দলে ফেরাতে বলেছেন তিনি। টুইটারের মাধ্যমেই তথাগত রায় জানান, দিল্লি থেকে তলব করা হয়েছে তাঁকে।

Related posts

১০০র বেশি মহিলা আক্রান্ত হয়েছে নির্বাচন পরবর্তী হিংসায়! অত্যন্ত গোপনীয়তার সাথে বয়ান নিচ্ছে মহিলা কমিশন

News Desk

‘আমাকেও গ্রেফতার করুন’, নিজাম প্যালেসে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News Desk

ওড়িশার মূখ্যমন্ত্রীর প্রশংসায় প্রধানমন্ত্রী, মমতার ভূমিকায় প্রশ্ন রাজ্যবাসীর

News Desk