Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

যেন সিনেমা! ফেসবুক লাইভের দৌলতে ৫ বছর পর বাংলাদেশে মায়ের কাছে ফিরল ছেলে

রিল থেকে যেন সোজা রিয়েল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে যেন সিনেমার মতো আবেগপূর্ন এক মুহুর্ত দেখলেন মানুষ বাস্তবে। বাংলাদেশের এক তরুণ পথ ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারতবর্ষে। তাকে বাংলাদেশে থাকা তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হল। সূত্রের খবর, লিটন ভূমিজ নামে ২৫ বছর বয়সী ওই বাংলাদেশীকে সুজন দেবরায় নামে এক সমাজকর্মী কাছারের একটি চা বাগানে দেখতে পান। মানসিকভাবে অসুস্থ লিটন। ফেসবুক লাইভ করেছিলেন সুজন তাঁর কথা জানিয়ে। তখনই তিনি অসমে রয়েছেন তা লিটনের পরিবার জানতে পারেন। এরপরই যোগাযোগ করেন তাঁরা। বাংলা সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলায় খবরটি প্রকাশিত হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, বছর পাঁচেক আগে কোনওভাবে পথ ভুলে লিটন ভারতে ঢুকে পড়েছিলেন। বহু খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। আদতে শিলেটের বাসিন্দা তিনি। বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় লিটন ফেরৎ গেল বাংলাদেশের পরিবারের কাছে। আবেগে কান্নায় ভেঙে পড়েন মা দীর্ঘ পাঁচ বছর পরে ছেলেকে দেখে।

তার মা রীনা ভূমিজ বলেন, একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা। সেখানেই লিটন হারিয়ে গিয়েছিল। খোঁজ মেলেনি এরপর আর। এরপর একটি ভিডিওতে দেখা গিয়েছে লিটন বেঁচে আছে বলে প্রতিবেশীরা জানায়। অন্য বাচ্চাদের মতো ও নয়। আরও ভয় পাচ্ছিলাম সেকারণে। আমাকে ছেলেকে ফিরে পেতে দুদেশের মানুষ সহায়তা করেছেন।

দেবরায় বলেন, এলাকায় ঘুরে বেড়াচ্ছিল লিটন। ফেসবুক লাইভ করেছিলাম ও যাতে পরিবারের কাছে ফিরে যেতে পারে সেকারণেই। এদিকে লিটনের এত বছর পরে দেখা হওয়ার মুহূর্ত মায়ের সঙ্গে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অদ্ভুত বিষয় এই যে মা না বলে শ্বাশুড়ি বলে সম্বোধন করেছে রীনাকে লিটন।

Related posts

ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন দেশে! আগামী ১ মাস এই শহরে জারি ১৪৪ ধারা

News Desk

মর্মান্তিক! বালতির রাখা জলে ডুবে গিয়ে একসাথে মৃত্যু দুই যমজ শিশুর, শোকে

News Desk

চাঞ্চল্যকর! কূপে ফেলে দিয়েছিল জামাইবাবু! ৩৫ ঘণ্টা পার করে জীবিত উদ্ধার করল পুলিশ

News Desk