Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আগামী মাসেই ছিল আসার কথা! তার আগেই মণিপুর থেকে সেনা জওয়ানের বাড়িতে এলো দুঃসংবাদ

মনিপুরের প্রবল বৃষ্টিতে মৃত্যু হল সাত সেনা জওয়ান ও ১৪ জনের। এই ঘটনায় শহীদ জওয়ান দের মধ্যে ছিল বাংলার এক সন্তান। এই শহীদ জওয়ান দের সাথে এক বাঙালি সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন। মণিপুর রাজ্যেট নোনে জেলায় প্রবল বৃষ্টিতে ধস নামে। প্রায় জনা পঞ্চাশেক মানুষ আটকে পড়েন ওই এলাকায় রেলের একটি প্রজেক্ট এ। সেই ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয় মোট ২৩ জনকে। যার মধ্যে ১৪ জন নিহত। তল্লাশি অভিযান চালানো হচ্ছে বাকি নিখোঁজদের খোঁজের জন্য ।

মণিপুরে মালবাজারের নাগরাকাটার জওয়ান শংকর ছেত্রী ধসে শহিদ হয়েছেন। নাগরাকাটার খাসবস্তিতে শংকরের বাড়িতে ৩০ বছরের তরতাজা যুবকের শহিদ হওয়ার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পরিবার থেকে পাওয়া খবর অনুযায়ী, শংকর অন্যান্যদের সাথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মণিপুরের নোনে জেলায় রেলের একটি নির্মীয়মান প্রকল্পে। হঠাৎ করেই তাঁদের উপর পাহাড় থেকে বিশাল ধস আছড়ে পড়ে। রীতিমতো ওই পাহাড় থেকে পরা ধসের নীচেই আটকে যান তিনি। প্রচন্ড জখম হন তিনি । তারপরে প্রাণ হারান।

শহিদ শংকরের পরিবারে তাঁর স্ত্রী ও পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। মোট তিন ভাই শংঙ্কররা। সে-ই ছোট। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল সেনায় যোগ দিয়ে দেশ সেবা করা। অসুস্থ বাবার অস্ত্রোপচারের জন্য আগামী অগাস্ট মাসে বাড়ি ফেরার কথা ছিল শংকরের। কিন্তু তিনি ফিরবেন শহীদ হয়ে। শংকরের স্ত্রী পুনমের কথা বলার সময় বার বারই গলা ধরে আসছিল। পুনম জানান, মণিপুরের ডিউটিতে মাত্র মাস চারেক আগেই বদলি হয়ে গিয়েছিলেন। ফোন করলেই বার বার বলতেন বেশি চিন্তা করতে না। এই ঘটনার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শংঙ্করের সাথে। এরপরই আসে মৃত্যুসংবাদ।

অন্যদিকে বসিরহাটের ঘোড়ারাস গ্রামের জওয়ান মহিউদ্দিন আহমেদ ধসের পর থেকেই নিখোঁজ। মণিপুর টুপুলে ১০৭ ইউনিট গোর্খা রাইফেলে ৩২ বছরের মহিউদ্দিন কর্তব্যরত ছিল। ডিউটিতে যোগ দেয় ১১ মাস আগে। তাঁর সঙ্গে পরিবারের কেউ ধস নামার খবর পাওয়ার পর থেকেই আর যোগাযোগ করতে পারেননি। যখনই ফোন করা হচ্ছে সুইচ অফ আসছে। পরিবারের, নিখোঁজ মহিউদ্দিনকে নিয়ে উদ্বেগ বাড়ছে। ছেলের কোনও রকম খোঁজ পেতে মরিয়া হয়ে আছেন তারা।

Related posts

নেশা করতে বাধা ! খাবার জল নিয়ে গাছের মগডালে চড়ে বসলেন যুবক

News Desk

রেশন তুলতে আর দাঁড়াতে হবে না লাইনে। এবারে শস্য পেতে চালু ‘শস্যের এটিএম’ ‘Grain ATM’!

News Desk

বাড়ীতে গচ্ছিত থাকা সোনার উপরেও মিলবে সুদ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারী প্রকল্প দিচ্ছে সুযোগ

News Desk