Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গাড়িতে লাল বাতি লাগিয়ে ঘুরে বেড়াতো ভুয়ো বিচারক! করেছিলেন ২.৯০ লক্ষ টাকার প্রতারণা

বিচারক হওয়ার ভান করে আদালতে চলমান মামলা নিষ্পত্তির নামে প্রতারণা করা এমন এক ভুয়ো ঠগকে গ্রেফতার করেছে ইন্দোর ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আসামি নিজেকে দেওয়াস আদালতের বিচারক বলে পরিচয় দেন।

মধ্যপ্রদেশের ইন্দোরে এক ভুয়ো বিচারককে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। পারিবারিক বিষয় মিটমাট করার নামে ভুয়া বিচারক এক ব্যক্তির সঙ্গে ২ লাখ ৯০ হাজার টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুয়ো বিচারকের কাছ থেকে একটি গাড়ি, দুটি গাড়িতে লাগানোর লাল বাতি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, জিজ্ঞাসাবাদে আরও অনেক প্রতারণার ঘটনা সামনে আসতে পারে।

Up teacher arrested for smashing students face with cake

ইন্দোর ক্রাইম ব্রাঞ্চে অভিযোগকারী অভিযোগ করেছিলেন যে রাজীব কুমার লাহোতি তাকে বিচারক হওয়ার ভান করে আদালতের বিষয়টি নিষ্পত্তির নামে ২ লাখ ৯০ হাজার টাকার প্রতারণা করেছেন। পুলিশ যখন একটি মামলা নথিভুক্ত করে এবং পুরো বিষয়টি তদন্ত করে, তখন দেখা যায় যে সুদামা নগরের বাসিন্দা রাজীব কুমার লাহোটি তার গাড়িতে লাল বাতি লাগিয়ে গাড়ির সামনে বিচারক লিখিয়েছিলেন। এইভাবেই তিনি ঘুরতেন যাতে সকলে তাকে বিচারক ভাবে।

নিজেকে দেওয়াস আদালতের বিচারক আখ্যায়িত করে রাজীব ভিকটিমকে বলেন, দেওয়াস আদালতে কোনো মামলা থাকলে আমি তা নিষ্পত্তি করে দেব। এরপর অভিযোগকারী তাকে বিশ্বাস করে পরিচিতজনের মামলা নিষ্পত্তি করার কথা বলেন। মামলা নিষ্পত্তি করার বদলে ২ লাখ ৯০ হাজার টাকা নেন রাজীব। কাজ না হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি নিমেশ আগরওয়াল বলেছেন যে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত রাজীব কুমার লোহাতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে বিচারকের লেখা দুটি লাল বাতি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৪০৯, ৪২০, ৪১৯ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Related posts

রান্নার গ্যাস দিতে এসে নাবালিকার হাত ধরে টানাটানি! চিৎকার করতেই হাতে গুঁজে দেয় দশ টাকার নোট

News Desk

করোনাকালে আর চাইলেই দিঘায় বেড়াতে যাওয়া যাবে না। সরকার আনলো নতুন নির্দেশিকা! পড়ুন

News Desk

‘নতুন বউ মদ ও গাঁজায় আসক্ত, কামড়ে দিচ্ছে..’, মাঝরাতে পুলিশে ফোন স্বামীর! তারপর..

News Desk