Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হোটেলে উঠে স্ত্রী-মেয়েকে বিষ খাইয়ে পালিয়ে গেল স্বামী! আর্থিক সমস্যার জের? উঠছে প্রশ্ন

মর্মান্তিক ও ঘৃণ্য ঘটনা প্রায় রোজই চারিদিকে ঘটে চলেছে। কিন্তু এই ঘটনাটি যেন এসবের উর্দ্ধে। এক ব্যক্তি নিজেই নিজের স্ত্রী এবং কন্যাকে বিষ খাইয়ে দিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মুম্বাই আহমেদবাদ হাইওয়ের কাছের এক হোটেলে গত সোমবার দিন এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম রায়ান ব্র্যাকো। পুলিশ জানিয়েছে , এই নৃশংস ঘটনার পরও ওই অভিযুক্তের স্ত্রী প্রাণে বেঁচে গেছেন কিন্তু বাঁচতে পারেনি বছর সাতেকের ছোট মেয়েটি।

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থায় বছর ৩৮ এর রায়ান কাজ করতেন। মুম্বাইয়ের ভাসাই এলাকায় রায়ান তাঁর স্ত্রী ও সন্তান কে নিয়ে বসবাস করতেন। কাশ্মীরার একটি হোটেলে গত ২৭ মে অভিযুক্ত তাঁর স্ত্রী পুনম এবং মেয়েকে নিয়ে থাকতে আসেন। হোটেলের কর্মচারীদের থেকে জানা গিয়েছে যে সোমবার দিন সকাল ১০টার দিকে রায়ান হোটেল থেকে বেরিয়ে যায় । তার কিছুক্ষন পরেই ওই ঘর থেকে এক মহিলার চিৎকার শুনতে পেয়ে হোটেলের কর্মচারীরা ওই মহিলা এবং তাঁর মেয়েকে উদ্ধার করেছেন। যদিও ছোট মেয়েটি ততক্ষনে প্রাণ ত্যাগ করেছে।

সঞ্জয় হাজারে কাশ্মীরা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক বেসরকারি হাসপাতালে মহিলাকে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক স্বামীর এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্ত রায়ান টাকা পয়সার টানাপোড়েন চলছিল বলে মনে করা হচ্ছে । পুলিশ মনে করছে যে এই কারণেই হয়তো অভিযুক্ত এই কান্ড করেছে।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজ পেতে আশেপাশের সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে ওই নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও।

Related posts

তালিবানের হাত থেকে বাঁচাতে আফগানিস্তান থেকে ভারতে উড়ে এল শিখদের ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থসাহিব’

News Desk

ঋণের দায়ে দুই মেয়ে আর স্ত্রীর গলা কাটার পর সড়কে শুয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর, এরপর…

News Desk

অদ্ভুত! প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ, স্নান করতে গিয়ে সন্তানের জন্ম দিলেন মহিলা, হতবাক স্বামী

News Desk