Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিধবা বান্ধবীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে এমন কাণ্ড করলো ব্যাক্তি, যেতে হলো জেলে

গাজিয়াবাদে এক বিধবা মহিলার দ্বিতীয় বিয়ের দিনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। অবশ্য এই একতরফা প্রেমে পাগল উন্মত্ত প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের এই কাজের কারণে মহিলার বিয়েও ভেঙে গিয়েছে। এদিকে আত্মহত্যার চেষ্টা করা অভিযুক্ত ইতিমধ্যে বিবাহিতও।

নন্দগ্রাম থানার এসএইচও অমিত কুমার কাকরান বলেছেন যে মধ্যপ্রদেশের টিকামগড়ের বাসিন্দা সঞ্জয়ের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সঞ্জয় তার স্ত্রী ও ছেলের সাথে নন্দগ্রামে থাকেন এবং রাজনগর এক্সটেনশনে অবস্থিত একটি সোসাইটিতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।

বুধবার এক মহিলার বাড়িতে পৌঁছে নিজের বাইক থেকে পেট্রোল বের করে নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। তদন্তে জানা গেছে, সঞ্জয় মধ্যপ্রদেশের এক বিধবা মহিলার প্রতি আসক্ত ছিলেন। অবশ্য তার এই ভালোবাসা ছিল এক তরফা। এই বিধবা মহিলা সঞ্জয়ের প্রতি কোনোভাবে আসক্ত ছিলেন না।

মহিলার কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী মারা যায় দুর্ভাগ্যজনক ভাবে। স্বামীর মৃত্যুর পর নন্দগ্রামে বসবাসরত নিজের স্বজনদের সঙ্গে থাকতে শুরু করেন এই নারী। পরিবারের সদস্যদের সম্মতিতে নূরনগর সিহানীর বাসিন্দা এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই মহিলার। বুধবার ছিল সেই বিয়ের তারিখ। এদিকে যে ওই মহিলার বিয়ে হয়ে যাচ্ছে সেই খবর পৌঁছায় সঞ্জয়ের কানে।
সঞ্জয় বিষয়টি জানতে পেরে ওই মহিলার বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করার চেষ্টা করেন। মহিলা ও তার পরিবার সঞ্জয় এর সাথে বিয়ে দিতে অস্বীকার করার পর সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু সে বেচেঁ যায়। এই ঘটনার কারণে মহিলার ঠিক করা বিয়ে অবশ্য ভেঙ্গে যায়। সঞ্জয় বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ।

Related posts

একই তরুণীর প্রেমে পরে হাবুডুবু খাচ্ছিল দুই ঘনিষ্ঠ বন্ধু! পরিণতি ভয়াবহ

News Desk

তাজমহলের প্রতিরূপ! স্ত্রীর জন্য ভালোবাসা প্রকাশ করতে অসম্ভবকে সম্ভব করলেন এই ব্যাক্তি

News Desk

যৌনমিলনের সময় ভুলেও এই কাজগুলো করবেন না, সঙ্গীর উত্তেজনা পলকে চলে যাবে

News Desk