Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বান্ধবীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ব্ল্যাকমেল! প্রতিবাদ করায় অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি

পড়াশুনো একসাথেই করেছেন বেশ অনেক দিন। এরপর সোজা বিয়ের প্রস্তাব দেওয়া হয় বাড়ি থেকে। মেলামেশাও বেশ গভীর হয়েছিল। কিন্তু দীর্ঘকালের বন্ধু এখন শত্রুতে পরিনত হয়েছে। প্রতিদিন ব্ল্যাকমেল করা হচ্ছে ফোনে। অভিযোগ, অ্যাসিড হামলা করার হুমকিও দিয়েছে ওই যুবক। প্রতিদিন এরকম ঘটনা ঘটতে থাকায় ওই তরুণী সহ পরিবার খুবই আতঙ্কিত। শেষে আর না পেরে সোনারপুর থানায় যোগাযোগ করেন ওই তরুণী।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই তরুণী। তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় মগরাহাটের বাঁশতলা গ্রামের বাসিন্দা অমিয় রায়ের সঙ্গে। তাঁরা ক্যানিংয়ের একটি স্কুলে বেশ কয়েক বছর আগে একসঙ্গে পড়াশোনা করতেন। পরিচয় সেই সুবাদেই। তবে মাঝে কারও দেখা সাক্ষাৎ হয়নি দীর্ঘদিন। এরপর একদিন যুবকের তরফ থেকে হঠাৎ করেই বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল তরুণীর বাড়িতে।

প্রস্তাবে রাজি হয়ে যান ওই তরুণীর পরিবারের লোকজনও। তাঁদের মেলামেশা করার সুযোগ দেওয়া হয় দুই পরিবারের তরফ থেকে। তাঁদের শারীরিক সম্পর্কও তৈরি হয়। অভিযোগ, ওই যুবক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও করে দেয়। প্রতিবাদ করেন তরুণী। এরপর হুমকি দেওয়া শুরু হয়।

অভিযোগ, ওই যুবক টাকা দিলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করবে না বলেই নাকি জানায়। তরুণী এবং তাঁর পরিবারের কাছ থেকে ইতিমধ্যেই বেশ কিছু টাকাও নিয়েছে ওই অভিযুক্ত যুবক। আরও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয় সে সেই টাকা দিতে না চাইলে। শুধু তাই নয়, অভিযুক্ত অ্যাসিড হামলার হুমকি দেয়। আপাতত পুলিশের দ্বারস্থ তরুণী ওই যুবকের বিরুদ্ধে। তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এখনও গ্রেপ্তার হয়নি যুবক।

Related posts

হোটেলে বান্ধবীর সঙ্গে সঙ্গম চলাকালীন হঠাৎই সংজ্ঞাহীন ৬১ বছরের বৃদ্ধ! ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

News Desk

টিকা পাচ্ছে না ভারতের থেকে, টিকার অভাবে ক্ষোভ বাংলাদেশের

News Desk

পৃথিবীতে কোথা থেকে এল এত জল? নতুন গবেষণায় উঠে এল এই চমকপ্রদ তথ্য

News Desk