আট মাস ধরে হোটেলের সুপার ডিলাক্স রুমে বেশ ঠাঁটে বাটে ছিলেন। হোটেলের বিলও বাড়ছিল চড়চড় করে। গত ৮ মাস ধরে বিল বানিয়েছিলেন ২৫ লাখ টাকার। কিন্তু, হোটেলের বিল না মিটিয়েই বাথরুমের জানালা দিয়ে চম্পট দিলেন ওই ব্যক্তি।
জানা গেছে গত ২৩শে নভেম্বর নবি মুম্বাইয়ের একটি তিন তারা হোটেলে নিজের ১২ বছর বয়সী ছেলে কে সাথে নিয়ে চেক ইন করেন ওই ৪৩ বছর বয়সী এক ব্যাক্তি যার নাম মুরলি কামাত। ওই ব্যক্তি হোটেলে চেক ইন করার সময় জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যানিমেশন VFX এর কাজ করেন তিনি। শুধু তাই নয় নিজেকে আন্ধেরির বাসিন্দা বলে পরিচয় দেওয়া ওই ব্যাক্তি ওই হোটেলে সুপার ডিলাক্স রুম নেন। এবং আরও একটি রুম নেন মিটিং এবং অন্যান্য কাজের জন্য। তিনি হোটেল রুম বুক করার সময় জানান একমাস পর তিনি তার হোটেলে থাকার জন্য রুম দুটির জন্যে যা টাকা লাগবে তা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এমনকী, নিজের পাসপোর্টও সিকিউরিটি স্বরূপ হোটেলের কাছে জমা রেখেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু, বহুদিন কেটে গেলেও হোটেলকে দেওয়া আশ্বাস মত দিলেও ২০২১ সালের মে মাস পর্যন্ত কোনও টাকা হোটেলকে মেটায় নি কামাত নামের ওই ব্যাক্তি।
কিন্তু হোটেল কর্তৃপক্ষ এর মাথায় হাত পরে গত ১৭ জুলাই যখন হোটেলের এক কর্মী জানতে পারেন রুমের বাথরুমের জানলা ভেঙে চম্পট দিয়েছেন ওই ব্যক্তি। সাথে সাথে তার ১২ বছরের ছেলেও পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় নিজেদের, ল্যাপটপ, মোবাইল ফোনও প্রায় সব কিছুই তাঁরা হোটেলে ফেলে রেখে গিয়েছেন।
গত শনিবার ওই ব্যাক্তির নামে থানায় অভিযোগ দায়ের করে নবি মুম্বাই এর হোটেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই ব্যাক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ধরনের কারচুপির ঘটনায় অবাক ওই থ্রি স্টার হোটেল কর্তৃপক্ষও। হোটেলের জানলা থেকে কী ভাবে নিজের ছেলে সমেত পালালো ওই ব্যক্তি তা নিয়ে ভেবে হতবাক সেই হোটেলের কর্মীরা।