Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রেমের খাতিরে অশান্তি করেছেন স্ত্রীর সাথে, আর সেই প্রেমিকা কিনা এড়িয়ে যাচ্ছে! রাগে যা করলেন যুবক

প্রেমিকার জন্য স্ত্রীয়ের সঙ্গে অশান্তি করেছেন। নিজের দাম্পত্য সম্পর্ককে হেলায় তাচ্ছিল্য করেছেন, স্ত্রীর সাথে সম্পর্ক প্রায় তলানিতে। আর এইসবই করেছেন নিজের প্রেমিকার সাথে সম্পর্ক অটুট রাখতে। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। প্রেমিকার পিছনে খরচ করেছেন ভুরি ভুরি টাকা। গয়নাগাটি থেকে মেকআপ কি না কিনে দেন নি! আর সেই প্রেমিকা নাকি তাকে এড়িয়ে যাচ্ছেন, ফোন ধরছেন না! রেগে গিয়ে সেই মহিলার গলায় ভাঙ্গা ব্লেড চালালেন যুবক। এই ঘটনার সাক্ষী থাকলো বজবজ স্টেশন রোড সংলগ্ন এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যেবেলা বজ বজ স্টেশনের কাছের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে এক যুবক ও গৃহবধূকে তর্কাতর্কি করতে দেখেন বেশ কিছু স্থানীয় মানুষজন। তাদের ব্যক্তিগত বিষয় ভেবে কেউ নাক গলান নি। আচমকাই ওই যুবক পকেট থেকে কি যেন একটা বের করে নিয়ে চালিয়ে দেন ওই গৃহবধূর গলায়। গলা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই মহিলা। ওই যুবক পালাতে চেষ্টা করলে আশেপাশের লোকজন তাড়া করে। কিন্তু তাড়া করে তাকে ধরতে পারা যায়না। সাথে সাথেই বজবজ ফাঁড়িতে খবর যায়। খবর পেয়ে পুলিস ওই যুবককে চড়িয়াল মোড়ে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবক বজবজ ৩ নম্বর ওয়ার্ডের ব্যাচেলর রোডে বাস করেন। আক্রান্ত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসা চলছে ওই মহিলার।

সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম অরূপ বাগ। বয়স ৪২ বছর। পুলিশের জেরায় অরূপ জানিয়েছে, তার ওই মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার নাম অঞ্জলি সিংহ, ডাক নাম টুটু। মহেশতলার বাটানগরের বাদাম তলার বাসিন্দা সে। ওই মহিলা একজন গৃহবধূ। অরূপের সাথে বেশ কয়েক বছরের প্রণয়ের সম্পর্ক চলছিল তাঁর। অরূপ বাগের অভিযোগ ওই গৃহবধূর জন্য তিনি নিজের স্ত্রীর সাথে অশান্তি করেছেন। এমনকি জলের মতন নাকি টাকা খরচা করেছেন ওই গৃহবধূর পিছনে। অথচ এখন অঞ্জলি সিংহ ওরফে টুটু তাকে এড়িয়ে যাচ্ছে, সম্পর্ক রাখতে চাইছে না। ইদানিং ফোনও ধরছিলেন না তার। এইসব নিয়ে যথেষ্ট রেগে ছিলেন ওই যুবক।

সেই রাগের বশেই শুক্রবার দেখা করার অছিলায় ডেকে আনেন ওই গৃহবধূকে এবং তার গলায় ব্লেড চালিয়ে দেয়। গৃহবধূর পরিবারের অবশ্য দাবি, অরূপ টুটুর সঙ্গে সম্পর্ক রাখার জন্য গায়ের জোর দেখাতো। পুলিস ওই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে হুমকি, খুনের চেষ্টা, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক ইত্যাদি নানা ধারায় মামলা দায়ের করেছে।

Related posts

সাংবাদিকসহ অর্ধনগ্ন মানুষদের ছবি ভাইরাল, জানুন এর পেছনের আসল সত্যটা

News Desk

এই রাজ্যে কবে ফের চলবে লোকাল ট্রেন, কি জানালো রেল কর্তৃপক্ষ

News Desk

মর্মান্তিক! ছেলের বল কুড়িয়ে আনতে গিয়ে ছেলের চোখের সামনেই গঙ্গায় তলিয়ে গেলেন বাবা

News Desk