Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ের জন্য মেয়ে চাই! এমন লিখে নিজের দোকানেই সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন যুবক! তারপর?

খবরের কাগজে লেখা উজ্জ্বল বর্ণে পাত্র-পাত্রী চাই ৷ প্রতিদিনই এমন বিজ্ঞাপন খবরের কাগজে দেখা যায় ৷ অনেকেই আবার আছেন, যারা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটগুলিতে রেজিস্টার করে থাকে পাত্র-পাত্রীর জন্য ৷ কিন্তু এ ব্যাপারেও ‘আত্মনির্ভর’ কেরলের ত্রিচূরের ভাল্লাচিরার ৩৩ বছরের উন্নিকৃষ্ণণ৷ না প্রেমিকা নেই তাঁর৷ কিন্তু অন্য কিছু করেননি বিয়ের জন্য ৷ নিজের দোকানেই একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন ‘ভাল পাত্রী চাই’-এর !

তিনি খোঁজে রয়েছেন জীবনসঙ্গীনির ৷ আর কোনও বিশেষ ‘ক্রাইটেরিয়া’ তার জন্য উন্নিকৃষ্ণণের নেই ৷ তাঁর কাছে জাত-পাত বা ধর্ম কোনও কিছুই সমস্যার নয় ৷ শুধু একজন ভালো পাত্রী চাই ৷ ৩৩ বছরের কেরলের যুবকের এটুকুই চাহিদা৷ তাঁর এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় উন্নিকৃষ্ণণের দোকানের এই ছবি পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ এমনকী, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকেও বিয়ের জন্য ফোন কল এসেছে উন্নিকৃষ্ণণের কাছে!

কোনও কিছুই প্রচার করতে খুব বেশি সময় লাগে না সোশ্যাল মিডিয়ার যুগে৷ উন্নিকৃষ্ণণ সাইনবোর্ডটি নিজের দোকানেই লাগিয়েছিলেন। আর তাতেই সব সম্পন্ন হয়েছে৷ এখন অভাব নেই পাত্রীপক্ষের ফোন কলের ৷ উন্নিকৃষ্ণণের কাজ শুধু একজন ঠিকঠাক বাছাই করাই ৷ এর আগে তিনি শ্রমিকের কাজ করতেন ৷ কিন্তু আর সেই কাজ চালিয়ে যেতে পারেননি মাথায় টিউমারের অস্ত্রোপচারের পর ৷ একটি চায়ের দোকান খুলেছেন উন্নিকৃষ্ণণ বাড়ির সামনেই ৷ সেখানে তিনি লটারির টিকিটও বিক্রি করেন ৷ এখন উন্নিকৃষ্ণণ একজন ভালো লাইফ পার্টনারের খোঁজে ৷ অনেক পাত্রী খোঁজার চেষ্টা করেও কোনও লাভ হয়নি পরিবার এবং বন্ধুবান্ধবরা মিলে৷ অবশেষে এই সাইনবোর্ড লাগিয়েই সাড়া পেলেন ৩৩ বছরের কেরলের যুবক নিজের দোকানে ৷ তিনি জানান, অনেক মালয়েলি মেয়েদের পরিবারের কাছ থেকে তিনি বিয়ের জন্য ফোন কল পেয়েছেন বিদেশ থেকেও ৷ এখন প্রতিদিন প্রচুর ফোনও ধরতে হচ্ছে উন্নিকৃষ্ণণকে দোকান চালানোর পাশাপাশি ৷

Related posts

রাত কাটানোর কথা বলতেই হোয়াটসঅ্যাপে ব্লক করলেন প্রেমিক! অভিমানে তরুণীর চূড়ান্ত পদক্ষেপ

News Desk

বৃষ্টি হচ্ছে না, ইন্দ্রদেবকে খুশি করতে দুই মহিলার বিয়ে দিলেন গ্রামের মানুষ

News Desk

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দেওয়া কিছু অদ্ভুত পুরস্কার যা শুনলে অবাক হবেন!

News Desk