Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রিয় নায়কের প্রতি ভালোবাসার অভিনব প্রকাশ! দেবের নামে চায়ের দোকান খুললেন যুবক

প্রিয় নায়ককে ভালবেসে কেউ রক্ত দিয়ে চিঠি লেখেন।  কেউ ঘণ্টার পর ঘণ্টা নায়ককে দেখার জন্য সুপারস্টারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। কেউ বুকে লেখেন প্রিয় অভিনেতার নাম। কখনও আবার প্রিয় অভিনেতাকে ঈশ্বরের জায়গায় বসিয়ে মন্দির তৈরি করেন ভক্তরা। এ দেশে এমন কাণ্ড নতুন নয়। এমনকী, কলকাতা শহরের নানা কোণায় এমনটাই হয়ে থাকে। এই যেমন দক্ষিণ কলকাতায় রয়েছে অমিতাভ বচ্চনের মন্দির। প্রত্যেক গলিতে গলিতে রয়েছে শাহরুখ, সলমন, অক্ষয়ের ফ্য়ান ক্লাব। তবে এবার আর ফ্যান ক্লাব বা মন্দির নয়, বরং কলকাতার এক যুবক টলিউডের (Tollywood) সুপারস্টার দেবের নামে খুলে ফেললেন চায়ের দোকান। নাম দিলেন, ‘দেব অ্য়ান্ড টি’ (Dev and Tea)। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দেবের নামে তৈরি এই চায়ের দোকানের ছবি। যা দেখে নেটিজেনরা হইচই শুরু করে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে, দেবের নামে এই চায়ের দোকান তৈরি করেছেন অর্ণব গুহ নামে এক যুবক। অর্ণব যে দেবের একনিষ্ঠ ভক্ত, তা দোকান দেখে সহজেই বোঝা যাচ্ছে। অর্ণব গুহ পেশায় ফটোগ্রাফার। তাই অর্ণবের এই চায়ের দোকানে যে দেবের নানারকম ছবি দেখা যাবে তা বলাই বাহুল্য। তবে শুধু ছবি নয়, চায়ের দিকেও নজর রাখছেন অর্ণব। চা-প্রেমীদের দোকানে টানতে নানা ধরনের চায়ের ব্য়বস্থাও করেছেন দেবের এই ভক্ত। ১৫ টাকা থেকে শুরু করে ২৫ টাকা পর্যন্ত নানারকমের চা মিলবে এই দোকানে। তন্দুর চা, কেশর চা, এলাচ চা, মালাই চা সব পাওয়া যাবে অর্ণবের এই দোকানে। অর্ণবের এই চায়ের দোকান যে চা ও আড্ডার একটা দারুণ পীঠস্থান হতে চলেছে, ভাইরাল হওয়া ছবিতেই তার ইঙ্গিত মিলেছে।

কলকাতার কোথায় এই চায়ের দোকান? রুবির কাছে ঠিক অভিষিক্তার বাসস্টপের সামনেই তৈরি হয়েছে ‘দেব অ্যান্ড টি’। দোকানের ছবি ফেসবুকে শেয়ার করে অর্ণব লিখেছেন, ‘নতুন শুরু, নতুন আশা।’

Related posts

পাবজিতে খেলতে খেলতে বন্ধুত্ব! ঘনিষ্ঠতার ফাঁদে ফেলে তরুনীর নগ্ন ভিডিও আপলোড যুবকের

News Desk

সোসাইটির মধ্যেই হোটেলে রমরমিয়ে চলছিল কুকর্ম! ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যা দেখল..

News Desk

সুখবর ! বিগত ৮৮ দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ ভারতে , কমছে অ্যাক্টিভ কেস

News Desk