Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সাপের উপদ্রবে অতীষ্ট! সাপ তাড়াতে কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে ফেললেন এক ব্যক্তি!

সাপের জ্বালায় জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল। বিষাক্ত সরীসৃপটির হাত থেকে বাঁচতে চেয়ে বিকল্প রাস্তা বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন এক ব্যক্তি। কিন্তু তাতেই ভয়ঙ্কর বিপর্যয়। দুর্ঘটনাবশত নিজের কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দিলেন ওই ব্যক্তি।

ধোঁয়ার মাধ্যমে সাপ তাড়াতে চেয়েছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মেরিল্যান্ড হোমে। ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে পুলেসভিলের একটি বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মন্টেগমোরি কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। জানা যায় ধোঁয়া দিয়ে সাপ তাড়াতে গেলে আচমকাই আগুন ধরে যায় বাড়িটিতে। এর ফলে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ নভেম্বর রাত ১০টায় আগুন লাগে। দমকল বিভাগের মুখপাত্র পিটে পিরিঙ্গার টুইটারে জানান আগুনের তীব্রতা এতটাই ছিল যে সেই আগুন নেভাতে ৭৫ জন দমকল কর্মী নিরলস চেষ্টা করে যান। বেসমেন্ট থেকে ওই আগুন লাগে বলা জানা যায়।

দমকল বিভাগের মুখপাত্র জানান, বেসমেন্টে কয়লা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে সাপ তাড়ানোর পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তি। সেই থেকেই এই বিপত্তি। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিন্তু আদৌ সেখানে সাপ ছিল কি না সেটির উপস্থিতি পাওয়া যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

২৭ বছর আগে কাজের খোঁজে নেপাল থেকে এসে হারিয়ে যান! এত বছর পরে যেভাবে খুঁজে পেল পরিবার

News Desk

টাক পড়ারও আছে একটা আলাদা ভালো দিক, আপনার জন্য হতে পারে শাপে বর! জানেন কিভাবে?

News Desk

ভারতে গরম কালে আবারও ছড়াতে পারে করোনা ভাইরাস! সতর্ক করছেন বিশেষজ্ঞরা

News Desk