Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শ্বশুরের কার্ড নিয়ে এসে ATM এর শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দিলেন জামাই! কারণ…

শ্বশুরের এটিএম কার্ড নিয়ে এটিমে টাকা তুলতে এসেছিলেন জামাই। কিন্তু টাকা তুলতে গিয়ে পড়লেন বিপাকে। এটিএম কার্ড যে সেই আটকে গেল মেশিনে আর বেরোনোর নাম নেই। এদিকে অদ্ভুত পন্থা নিলেন জামাই বাবাজীবনও। এটিএম এর কাউন্টারে শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দিলেন তিনি। শুধু তাই নয় এটিএমের বাইরে একটি পোস্টারও মারলেন যেখানে উল্লেখ করে দিলেন তার নাম, ফোন নম্বর। যাতে এটিএম এর কর্মীরা এসে কার্ড উদ্ধার করে তাকে যোগাযোগ করেন।

জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গায় শ্বশুরের এটিএম কার্ড নিয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন চিন্ময় চক্রবর্তী। জানা গেছে পেশায় তিনি একজন বেসরকারি সংস্থার কর্মী। শ্বশুর মশাই শারীরিক কারণে নিজে টাকা তুলতে যেতে পারেননি তাই জামাইকে পাঠিয়েছিলেন নিজের এটিএম কার্ড দিয়ে। সেই উদ্দেশ্যেই এটিএম এ যাওয়ার পর টাকার সংখ্যা টাইপ করতেই নাকি আটকে যায় এটিএম।

বহু চেষ্টাতেও সেই কার্ড উদ্ধার হয় না। খোঁজ পড়ে এটিএমের কর্মীদের। খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশ স্টেশনে ও। তবে কিছুতেই মেশিন থেকে এটিএম কার্ড উদ্ধার না হওয়ায় যাতে অন্য কেউ সেই এটিএম কার্ড হাতিয়ে কোন প্রতারণা ঘটাতে না পারেন সেই উদ্দেশ্যে শাটার নামিয়ে তালা লাগিয়ে দেন এটিএম কাউন্টারে। বাইরে একটি পোস্টারে সাঁটিয়ে সেখানে নাম ফোন নাম্বার লিখে দেন যাতে এটিএমের কোনও কর্মী এসে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে।

জানা গেছে সারা রাতই বন্ধ ছিল এটিএম। শেষ পর্যন্ত সোমবার দুপুরে ব্যাঙ্ক কর্মীরা এসে তালা ভেঙে শাটার তুলে আটকে যাওয়া কার্ডটি উদ্ধার করে এটিএম মেশিন থেকে এবং তুলে দেন চিন্ময় বাবুর হাতে। চিন্ময় বাবু জানিয়েছেন কিছুতেই কার্ড না বার করতে পেরে ঝুঁকি না নিয়ে বাধ্য হয়েছিলেন শাটার নামাতে। তবে এখন এটিএম কার্ড ফেরত পেয়ে নিশ্চিন্ত হয়েছেন। যে বেসরকারি ব্যাংকের এটিএমে এইভাবে কার্ড আটকে গেছিল তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কোন যান্ত্রিক গোলমাল থেকে এই ঘটনা নাকি কারণ অনুসন্ধান করে দেখা হবে।

Related posts

উল্টোপাল্টা সময়ে উল্টো পাল্টা খাবার! ইটিং ডিসঅর্ডারে ভুগছে না তো আপনার শিশু?

News Desk

শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ ভোজনের আগে গরু, কুকুর, কাক ইত্যাদিকে খাবার উৎসর্গ করা হয় কেন

News Desk

৪০ বছর ধরে একটুও না ঘুমিয়ে দিব্যি সুস্থ আছেন যে নারী! শেষ ঘুমিয়েছিলেন ৫ বছর বয়সে

News Desk