Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এক মাসের বিদ্যুৎ বিল ৩,৪১৯ কোটি টাকা! দেখেই হাসপাতালে ভর্তি বৃদ্ধ, তারপর..

কোন গৃহস্থের বাড়ির বিদ্যুতের বিল মাসে সর্বোচ্চ কত হতে পারে বলে ধারণা? এই বাড়িতে যে টাকার বিল এসেছে সেটা শুনলে আপনিও হতবাক হতে বাধ্য। এক মাসে বিদ্যুৎ খরচ হয়েছে ৩ হাজার ৪১৯ কোটি টাকার! এই বিদ্যুৎ বিল দেখেই অসুস্থ হয়ে পড়েন বাড়ির বয়স্ক কর্তা। পরিবারের তরফে জানানো হয়েছে, বৃদ্ধ এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। গোয়ালিয়রের শিব বিহার কলোনির বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা জুলাই মাসে তার বাড়িতে আসা বিদ্যুতের বিল দেখেই চমকে ওঠেন। আসা বিলে লেখা ছিল ৩,৪১৯ কোটি টাকার নাকি বিদ্যুৎ খরচ হয়েছে। দেখা মাত্র যেন চোখে সর্ষেফুল দেখে সকলে। পরিবারের সবাই ভুল দেখছে কি না বুঝতে বার বার বিলটি নিয়ে পড়তে থাকে।

এরপর থেকেই প্রিয়াঙ্কার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রিয়াঙ্কার স্বামী সঞ্জীব তার বাবার অসুস্থতার জন্য ভুল বিদ্যুৎ বিলকে দায়ী করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমত অস্বস্তিতে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (MPMKVVCL)।

তড়িঘড়ি করে বিদ্যুৎ বিভাগ জানায়, বড় ধরনের ভুল হয়েছে। তাদের দাবি, এই ঘটনা একজন কর্মচারীর সামান্য ভুলের কারণে। তারা এই ঘটনাটিকে হিউম্যান এরর বলে আখ্যা দিয়েছে। এবং এই ভুলের কথা কানে আসার সাথে সাথে আবার একটি বিল তৈরি করা হয়। নতুন বিলে প্রিয়াঙ্কার বাড়ির বিদ্যুৎ বিল বলা হয়েছে ১৩০০ টাকা। বিদ্যুৎ পরিবহন কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক নিতিন মাঙ্গলিক বলেন, এক কর্মীর ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। এ জন্য তারা দুঃখিত। মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রধুমান সিং তোমর বলেছেন, যে কর্মী এই অপরাধ করেছে তাকে চিহ্নিত করা হবে। নতুন বিল পাওয়ার পর প্রিয়াঙ্কার পরিবার কিছুটা সস্তিতে। কিন্তু অসুস্থ বৃদ্ধকে নিয়ে এখনো চিন্তিত তারা। পরিবার সূত্রে খবর প্রিয়াঙ্কার বৃদ্ধ শশুরকে নতুন বিলের কথা জানানো হয়েছে। তিনি এখন কিছুটা ভালো আছেন।

Related posts

আবারও মৃত্যুহার উর্দ্ধমুখী দেশে, সম্প্রতি দৈনিক সংক্রমন কমলেও চিন্তা ধরাচ্ছে মৃত্যু সংখ্যা

News Desk

‘গুপ্ত’ ওমিক্রন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে চীনে! লকডাউনের অধীনে ৫০ মিলিয়ন নাগরিক

News Desk

তালিবান ফিরতেই আতঙ্কে দেশ ছেড়ে পালাতে বিমানবন্দরে হাজার হাজার মানুষ! চলল গুলি

News Desk