বিয়েবাড়িতে অনুষ্ঠানে যোগ দিয়ে খেতে বসার সময় বাঁধলো ঝামেলা। আর সেই ঝামেলা থেকে শুরু হলো হাতাহাতি। এতেই জড়িয়ে পড়ে প্রান হারালো এক যুবক। গুরুতর আহত হলেন আরও দু’জন। শুক্রবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জামুড়িয়া থানার বাগডিহা গ্রামে।
গ্রামের কৃষ্ণা চৌধুরীর বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছিল প্রীতিভোজের। আক্রান্ত পরিবার অভিযোগ এনেছেন যে সেই অনুষ্ঠানে দায়িত্বরত কেটারার কর্মীদের মারেই প্রাণ হারান রবি চৌধুরি নামে ২৯ বছর বয়সী ওই যুবক।
বর্ধমান থেকে পিসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবার সমেত এসেছিলেন রবি। অভিযোগ, খেতে বসতে তাদের বেশ দেরি হয়েছিল। শুক্রবার রাতে রবির পরিবারের সদস্যরা যখন খেতে বসে তাদের পরিবেশন করতে অস্বীকার করে দেয় ক্যাটারার কর্মীরা। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়, তার পর লেগে যায় হাতাহাতি। সেই অশান্তি থামাতে যান রবি। অভিযোগ, তখন তার উপরেও চড়াও হন ক্যাটারার ছেলেরা।
সংঘর্ষে গুরুতর ভাবে রবি সমেত ওই পরিবারের মোট তিনজন জখম হন। তাঁদের তিন জনকে সেই রাতে চিকিৎসার জন্য বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে সকলকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শনিবার সকালেবেলা মারাত্মক বুকে ব্যথায় আচমকাই অজ্ঞান হয়ে পড়েন রবি। সাথে সাথেই তাঁকে আবার ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানায় তিনি মৃত।
রবির পিঠে এই মারামারির কারণে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। পরিবারের সন্দেহ এই সংঘর্ষের কারণেই রবি এমনভাবে প্রাণ হারালো। ঘটনায় মৃতের পরিবারের তরফে রবির মৃত্যু ঘিরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়িতে। ঘটনাটি কি হয়েছে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ক্যাটারিং সংস্থার কর্মীরা।