Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রতিবেশী বউদিকে ‘কুপ্রস্তাব’, গৃহবধূ প্রত্যাখ্যান করায় অ্যাসিড হামলা যুবকের!

প্রতিবেশী গৃহবধূকে দিয়েছিলেন কুপ্রস্তাব। কিন্তু ওই মহিলা তার অশালীন প্রস্তাবে না করে দেয়। আর এই ঘটনা রাগিয়ে তোলে ওই যুবককে। কেন গৃহবধূ তার প্রস্তাবে না করে দিয়েছিল এই রাগে গৃহবধূর উপর অ্যাসিড হামলা (Acid Attack) করে বসেন ওই যুবক। জখম হন গৃহবধূ। এমনকি এই অ্যাসিড হামলায় জখম হয়েছে মহিলার ছোট ছেলেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানি এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিন্দ্রাণী গ্রামের বাসিন্দা বছর তিরিশের ওই মহিলা অ্যাসিড হামলায় অভিযুক্ত বাপি বিশ্বাসের আগের থেকে চেনা৷ অভিযোগ, বেশ অনেকদিন ধরেই সে ওই মহিলাকে নানা ভাবে উতক্ত করত। মহিলার স্বামী বাড়িতে যখন থাকতো না তখন ঐ যুবকের উৎপাত অনেকটাই বাড়ত। ওই মহিলার বাড়িতে গিয়েও সে মহিলাকে নানাভাবে উৎপাত করছে বলে জানা গিয়েছে। যখন ওই মহিলা রাস্তাঘাটে বের হতেন তখন তাকে দেখতে পেলে উত্যক্ত করত ওই যুবক। দিত নানা অশালীন প্রস্তাব। কিন্তু সেই সমস্ত অশ্লীল প্রস্তাব শুনে প্রতিবাদ করতেন গৃহবধূ।

প্রত্যাখ্যাত হয়ে যুবক প্রেমে ব্যর্থ হয়ে গত ২৩ জানুয়ারি সন্ধাবেলা ওই যুবক মহিলার বাড়িতে অ্যাসিড নিয়ে যায়। কিন্তু বাড়িতে না ঢুকে বাড়ির পাশে অন্ধকারে লুকিয়ে ছিল সুযোগের অপেক্ষায়৷ পরে সুযোগ বুঝে মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। মহিলার গায়ে মুখে অ্যাসিড আঘাত লাগে। তাঁর দু বছরের ছেলের গায়েও লাগে অ্যাসিড এর আঘাত। মহিলা যন্ত্রণায় কঁকিয়ে ওঠে। তাঁর চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন। ছেলে সমেত ওই মহিলাকে উদ্ধার করা হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। অবস্থা অবনতি হলে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় গৃহবধূ ও তাঁর ছেলেকে।

গৃহবধূর স্বামী জানান, “আগে ওই যুবক আমার পাশের বাড়িতে ভাড়া থাকত। ওই সময় পরিচয়। তারপর থেকেই সমস্যা। নানাভাবে আমার স্ত্রীকে উত্যক্ত করত। অশালীন প্রস্তাব দিত। আমি বাড়ি যখন উপস্থিত ছিলাম না৷ সেই ফাঁকে বাড়িতে এসে আমার স্ত্রীর উপর অ্যাসিড হামলা করে।” বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন। এরপর বাগদা থানায় ওই যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার পুলিশ অ্যাসিড হামলায় অভিযুক্ত যুবক কে গ্রেপ্তার করে। বনগাঁ মহকুমা আদালতে ধৃতকে তোলা হলে বিচারক অভিযুক্তের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ওই যুবক কোথা থেকে অ্যাসিড সংগ্রহ করেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

মারাত্মক হারে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই

News Desk

ফেলে দিয়েছেন ছেলের পর্ণগ্রাফি ম্যাগাজিন, মুভী, পোস্টার ইত্যাদি, আদালতে জরিমানা হল মা-বাবার

News Desk

কমলো করোনা সংক্রমণের সংখ্যা তবুও চিন্তা কাটলো না দেশবাসীর

News Desk