Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নাবালিকাকে ঘরে ঢুকিয়ে মোবাইলে অশ্লীল ভিডিয়ো চালু করলো যুবক, তারপর…

বছর সাতেকের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকায়। এই ঘটনায় ওই যুবককে বৃহস্পতিবার রাতের দিকে গ্রেফতার করা হয় । পুলিশ থাকে পরদিন অর্থাৎ শুক্রবার আদালতে তোলে । বর্ধমানের পকসো আদালত নির্যাতিতার নাবালিকার বয়ান রেকর্ড করেছে । স্থানীয়দের থেকে জানা গেছে, দিন দুয়েক আগে খণ্ডঘোষ থানা এলাকায় মামারবাড়িতে এসেছিল ওই নাবালিকা। রাস্তায় বেরিয়ে ছিল বৃহস্পতিবার দিন সেই নাবালিকা। আর এই সুযোগেই ছিল ওই যুবক। তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়েছিল নিজের কাছে । অভিযোগ রয়েছে যে ওই নাবালিকাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ওই যুবক দরজা বন্ধ করে দেন । পরপরই ওই নাবালিকার উপর নির্যাতন শুরু হয়। নাবালিকা পরিবারের জানিয়েছেন যে তার সামনে আচমকাই ওই যুবক নগ্ন ভিডিও চালিয়ে দেন। এমনকি ওই নাবালিকার নগ্ন ছবিও তুলে রাখেন ওই যুবক ।

গল্পে যে নবালিকা এবং ভয় পেয়ে প্রচণ্ড চিৎকার করতে থাকে সে । আশেপাশের লোকজন সেই বাড়ির দিকে আসলে ভয়ে দরজা খুলে দেয় যুবক। সেখান থেকে পালিয়ে যায় ওই নাবালিকা। তারপর বাড়ি ফিরে সমস্ত কথা জানায় পরিবারকে। তারপরই খণ্ডকোশ থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ওই নির্যাতিতার মামা। সমস্ত ঘটনা পুলিশে জানিয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার পরই ওই যুবক বাড়ি ছেড়ে পালান। বৃহস্পতিবার রাতেই যদিও গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার হন তিনি বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গা থেকে।

ঘটনাটি যে সময় ঘটে, নাবালিকার পরণে যে পোশাক সে সময় ছিল, তা নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে পুলিশ। শুক্রবার আদালতে পেশ করা হয় ধৃত যুবককে। এদিনই নাবালিকার গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করিয়েছে পুলিশ। আগামী ধৃতকে ফের ২৮ জুলাই আদালতে তোলা হবে।

ক্রমেই বেড়ে চলেছে এই ধরনের অপরাধপ্রবণতা। শিশুকন্যা থেকে নাবালিকা কিংবা গৃহবধূ, মেয়েরা বারবার লালসার শিকার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই পরিচিত এমনকী এই নির্যাতনের অভিযোগ উঠছে বাড়ির সদস্যদের বিরুদ্ধে।

Related posts

কাদার আগ্নেয়গিরি ঘটাচ্ছে বিস্ফোরণ। ভূগর্ভ ফুরে বেরিয়ে আসছে গরম কাদার তাল! আতঙ্ক কাস্পিয়ান সাগরে

News Desk

পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংস অত্যাচার স্বামীর, দেয়নি একফোঁটা জলও!আশঙ্কাজকভাবে উদ্ধার গৃহবধূ

News Desk

এবারে আর বাদুড় নয়, এই প্রাণীর দেহ থেকে ছড়িয়েছে বিপজ্জনক ওমিক্রণ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

News Desk