Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়! এখন কেমন আছেন

বিখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ হয়েছেন। আচমকায় শুক্রবার সকালের দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। আর সেকারণেই মাধবী মুখোপাধ্যায়কে তড়িঘড়ি উডল্যান্ডস হাসাপতালে নিয়ে যাওয়া হয়েছে। মাধবী দেবীকে চিকিৎসকদের পরামর্শ মতই ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

পরিবার এর থেকে খবর অনুযায়ী, কিছুদিন ধরে অভিনেত্রীর শরীরটা ভালো যাচ্ছিল না। আর এই শরীরের বিভিন্ন রকমের পরীক্ষা করার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আশা করা যাচ্ছে তিনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। পরিবারের তরফে এমনটাই মনে করা হচ্ছে। ওনার ভক্তরাও খুব চিন্তিত ওনার অসুস্থতা নিয়ে। প্রত্যেকেই ওনার আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। আপাতত তিনি চিকিৎসকদের নজরে রয়েছেন।

আজতক বাংলাকে মিমি ভট্টাচার্য মাধবী দেবীর কন্যা জানান, “চিন্তার বিশেষ কিছু নেই। হাসপাতালে ভর্তি করা হয়েছে কিছু শারীরিক সমস্যার জন্য। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। একটু শরীরটা খারাপ হয়েছে। তবে এটা রুটিন চেকআপের মতই কিছুটা।” তিনি আরও বলেন, “মা ডায়বেটিক। ভীষণ অ্যানিমিয়াকও সেই সঙ্গে হয়ে গিয়েছেন। কিছু সমস্যা সেই জন্যই দেখা দেয়। হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শ মেনেই।

তিনি কলকাতায় ১৯৪২ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। থিয়েটারে পা রাখেন মাধবীদেবী তাঁর মা, লীলা দেবীর হাত ধরে। প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী, শিশির ভাদুড়ির সঙ্গে। অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী দেবী শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে। পরবর্তীতে তিনি আরও কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতেও। তার সুস্থতা সকলে কামনা করছেন।

Related posts

৩১শে আগস্টের আগেই আফগানিস্তান ছাড়লো শেষ মার্কিন সেনা, আতশবাজি-রকেট-গোলাবর্ষণে উচ্ছাস তালিবানের

News Desk

নায়িকা হওয়ার আশা নিয়ে দিদির সাথে ঘর ছাড়ল দুই বোন! পুলিশ তদন্তে উঠে এলো ভয়ানক চক্রান্তের হদিশ

News Desk

একবার ওমিক্রণে আক্রান্ত হলে কি দ্বিতীয়বার সংক্রমনের আশঙ্কা থাকে? কতদিন থাকে অ্যান্টিবডির উপস্থিতি

News Desk