বিয়ে নিয়ে নানা সময় নানা অদ্ভুত অদ্ভুত ঘটনা সামনে আসছে। বিয়ের সময় পণ সংক্রান্ত নানা জটিলতা তো আছেই, এছাড়াও সময় সময় সামনে আসা আরো নানা কিস্যা কাহিনি। কখনো দেখা যায় বিয়ের আগের মুহূর্তে পালিয়ে গেল কনে, তো কখনো দেখা যায় ছোট ছোট কারণেই বিয়ে ভেঙে দিচ্ছে বর। আবার দেখা যাচ্ছে বিয়ের পর সামনে আসছে এমন সব বিষয় যাতে থানা পুলিশও করতে হয়।
লখনউ থেকে এমনই এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। যেখানে এক তরুণী বিয়ে করতে অস্বীকার করলে ওই এলাকায় তরুণীর আপত্তিকর পোস্টার সাঁটিয়ে দেয় এক যুবক। ওই যুবক তরুণীকে বিয়ে করতে চাইতো কিন্তু তরুণী না করে দেওয়ায় তার মাথা গরম হয়ে যায়। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের সাদতগঞ্জ থানা এলাকা থেকে এই অদ্ভুত ঘটনা সামনে এসেছে। যেখানে একটি মেয়ে বিয়ে করতে অস্বীকার করলে পানিপার্থী যুবক তার নামে আপত্তিকর শব্দ লিখে পোস্টার ছাপিয়ে সেঁটে দেয় এলাকায়। মেয়েটির পরিবারের সদস্যরা এলাকায় পোস্টার দেখে হতবাক এবং বিব্রত হয়ে পড়েন। মেয়েটি তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানায় এবং একটি অভিযোগ দায়ের করে। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় সাহাদাতগঞ্জ থানার পরিদর্শক সিদ্ধার্থ মিশ্র জানান, অভিযুক্তের নাম অভিষেক শ্রীবাস্তব। যার বিরুদ্ধে পুলিশ অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে মামলা করেছে। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, অভিষেক কিছুদিন আগে তার নামে একটি আইডি তৈরি করে ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও পর্যন্ত আপলোড করেছিল। যা পরে মুছে ফেলা হয়। এখন এলাকায় আপত্তিকর পোস্টার সাঁটিয়ে তার সম্মানহানির চেষ্টা করছে।
সূত্র অনুযায়ী, ছেলে ও মেয়ে ভিন্ন ভিন্ন বর্ণের। যার কারণে মেয়েটির পরিবারের সদস্যরা বিয়েটির বিরুদ্ধে। ছেলের বিরুদ্ধে মানহানিসহ অন্যান্য মামলা দায়ের করেছে পুলিশ। ইন্সপেক্টর-ইন-চার্জ বলেছেন যে আইপিসির 499, 504, 506 এবং 509 ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।