Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

খাবারের থেকে বেশি আগ্রহ কন্ডোমে! সুইগীতে কোন শহরে অর্ডার করার প্রবণতা সর্বাধিক

করোনা পরিস্থিতির কারণে দেশবাসীর প্রায় বেশিরভাগ মানুষ অনলাইন কেনাকাটার উপরে নির্ভরশীল হয়েছেন। সম্প্রতি খাদ্য সরবরাহ সংস্থা সুইগী একটি সমীক্ষা করেছিল এটা জানতে যে গত বছর কোন সামগ্রির অর্ডার অনলাইনে সব থেকে বেশি হয়েছে। সমীক্ষার যা ফলাফল হয়েছে তাতে বোঝা যাচ্ছে , ‘সুইগি’-র ইনস্টামার্ট প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহার করে বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং চেন্নাইয়ের বাসিন্দারা।

আরও দেখা গিয়েছে সমীক্ষার রিপোর্টে যে মুম্বইবাসীদের মধ্যে অনলাইনে কন্ডোম কেনার চাহিদা প্রায় ৫৭০ গুণ বেড়েছে গত এক বছরে। স্যানিটারি ন্যাপকিন, মেনস্ট্রুয়াল কাপ ট্যাম্পন ও ব্যান্ডেজের মতো সামগ্রীগুলির বরাত সবচেয়ে বেশি আসে বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং চেন্নাই থেকে।

সমীক্ষায় আর যে সব বাকি তথ্য পাওয়া গিয়েছে, রইল তার হদিস।

১) অনলাইনে আইসক্রিম কেনার প্রবণতা ৪২ শতাংশ বেড়েছে গত বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আর আইসক্রিমের বরাত এসেছে বেশির ভাগ ক্ষেত্রেই রাত ১০টার পর।

২) ওই সময়ের মধ্যে প্রায় ৫৬ লক্ষ ইনস্যান্ট নুডল্‌সের প্যাকেটে বরাত এসেছে।

৩) গরমের সময় প্রায় ২৭ হাজার বোতল টাটকা ফলের রসের বরাত এসেছিল হায়দরাবাদের বাসিন্দাদের তরফ থেকে ।

৪) ইনস্টামার্টে প্রায় পাঁচ কোটি ডিমের বরাত এসেছিল গত বছর ।

৫) বেঙ্গালুরু থেকে সবচেয়ে বেশি সয়া দুধ এবং ওট্‌স দুধের বরাত এসেছিল গত বছর।

৬) রাতের বেলা ‘রেডি টু ইট’ উপমা, পোহার বরাত বেশি এসেছিল বেঙ্গালুরু, মুম্বই এবং দিল্লিতে।

৭) তাঁরা মোট ৬২ হাজার টন ফল ও শাকসব্জির বরাত পেয়েছিল গত বছর। বেঙ্গালুরুর বাসিন্দারা সেখানেও তালিকার শীর্ষে রয়েছে।

৮) গত বছর প্রায় ২৯০ টন কাঁচালঙ্কার বরাত দিয়েছিল হায়দরাবাদ ও বেঙ্গালুরুর বাসিন্দারা।

Related posts

১৭ বছর আগে মৃত ভাই! তাও প্রতি বছর ৮০০ কিমি এসে বোন রাখি বাঁধে ভাইয়ের হাতে

News Desk

কিভাবে ৫ হাজার কেজি প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে এই আইএফএস অফিসার ৩ টি গ্রামে কর্মসংস্থানের ব্যাবস্থা করলেন

News Desk

ভারতের বিপক্ষে কেন হারতে হলো পাকিস্তানকে? ম্যাচের পর বিস্ফোরক বাবর আজম

News Desk