Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঘরের কোন দিকে আয়না লাগলে ফিরবে সৌভাগ্য! জেনে নিন বাড়িতে আয়না লাগানোর বাস্তু টিপস

আমাদের জীবনে দর্পন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তু শাস্ত্র অনুযায়ী। আপনি হয়তো জানেন না আপনার বাড়ির আয়না আপনার জীবনে এনে দিতে পারে অসীম সুখ স্বাছন্দ। বাস্তু আজকের যুগে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিনিয়ত। রোজনামচা জীবনে আর্থিক, মানসিক শান্তি ও সুখ পেতে অবশ্যই খোঁজ নিন আপনার বাস্তু সম্পর্কে। একদিকে আয়না যেমন আপনার ভালো করতে পারে আবার তেমনি অনেক সময় আপনার বাড়িতে আয়নার অবস্থান ভুল হলে ঘটতে পারে বিপদ । তাহলে আসুন জেনে নেওয়া যাক কোথায় কীভাবে আয়না রাখবেন।

আপনি আপনার বাড়ির যে ঘরটিতে সবসময় থাকেন বা যে ঘরে বসে কাজ করেন অফিসের, সেই ঘরের উত্তর-পূর্ব দিকে সব সময় আয়না লাগান। কারণ ইতিবাচক শক্তির উৎস উত্তর-পূর্ব দিক বা পূর্ব দিক । আপনার এতে যেমন শ্রীবৃদ্ধি হবে উপার্জনের পথের বাধাও তেমনি দূর হবে। নতুন প্রকল্পের পথ প্রশস্ত হয় উত্তর-পূর্ব দেওয়ালে আয়না লাগালে। আয়না রাখা ভাল বাডির লকার বা আলমারির সামনে। শ্রীবৃদ্ধি হয় এতে।

বাস্তুমতে সন্তান সুখের সম্ভাবনা বৃদ্ধি পায় ঘরের পূর্ব দিকে আয়না রাখলে । ধন-সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায় পূর্ব দিকে আয়না রাখলে।

বাড়িতে ভাঙা কাঁচ রাখতে নেই বাস্তু শাস্ত্র অনুযায়ী। সমস্যা স্থায়ী হয় বাড়িতে ভাঙা আয়না রাখলে। তাই যদি ভাঙা কাচ বা আয়না থাকে বাড়িতে তবে তাড়াতাড়ি তা সরিয়ে ফেলতে হবে বাড়ির থেকে অনেক দূরে।

ভুলেও আয়না রাখবেন না দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম কোনে। এতে প্রবল অশান্তি তৈরি হয় বাড়িতে। সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। আয়না লাগাবেন না জানলা বা দরজার সামনে কোনও ভাবেই। আয়না রাখা উচিত নয় বাড়ির কোনও দেওয়ালের সামনা সামনিও । বাস্তু মতে গোল বা ডিম্বাকৃিত আয়না কোনও ভাবেই লাগানো ঠিক নয়। এতে অশান্তি বাড়ে সংসারে ।

কখনোই আয়না রাখা উচিত নয় খাটের সামনে বা শোওয়ার স্থানে এতে দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। আবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হয় স্বামী-স্ত্রীকে, সারাদিন ক্লান্তি এবং আলস্য অনুভব করেন। ড্রেসিং টেবিল রাখা একান্তই জরুরি যদি হয় তবে তা এমন ভাবে রাখা উচিত যাতে, তার ওপর ঘুমন্ত ব্যক্তির প্রতিবিম্ব না-পড়ে। একে ঢেকে রাখা যেতে পারে ঘুমোতে যাওয়ার আগে। কোনো অশুভ বস্তুর প্রতিবিম্ব যেন আয়নায় না পরে তার খেয়াল রাখতে হবে।

Related posts

ভারতে একদিনে সংক্রমণ বাড়লো ৬৫ শতাংশ! নতুন করে কি আঘাত হানছে করোনা?

News Desk

ফের করোনার কবলে নাইট শিবির। সামনে এলো আরও ক্রিকেটারের সংক্রমনের খবর

News Desk

ভুলবশত বন্ধুর গায়ে পড়েছিল মিষ্টির রস! এই কারণে বিয়ের মঞ্চেই অদ্ভুত কাণ্ড ঘটালো বর

News Desk