দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো পরিশেষে এবার পালা কার্তিক পুজোর। বাঙালির উৎসবের তালিকায় খুব বড় করে না হলেও রয়েছে কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো। দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের জ্যেষ্ঠ পুত্র ও দেব সেনাপতি কার্তিকের পুজো কাল।
কার্তিক হলেন হিন্দুদের যুদ্ধের দেবতা। তিনি আদি পুরুষ শিবের পুত্র এবং আদিম পরাশক্তি। তবে কার্তিক বৈদিক দেবতা নন, কেননা বৈদিকযুগ শুরুর আগেই প্রাচীনকাল থেকে ভারতে কার্তিক পূজা প্রচলিত ছিল। দক্ষিণ ভারতে কার্তিক বিশেষভাবে পূজনীয়। তবে বাংলায় কার্তিক যেন ঘরের ছেলে।
বাংলায় কার্তিক মাসের সংক্রান্তিতে আয়োজন করা হয় কার্তিক পুজোর। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া কাটোয়া ইত্যাদি বেশ কিছু জায়গা কার্তিক পুজোর জন্য বিশেষ প্রসিদ্ধ। সৌম্যদর্শন দেব কার্তিক। সুদর্শন পুরুষ মাত্রেই তুলনা করা হয় কার্তিক ঠাকুরের সাথে। কার্তিক ঠাকুর বীরত্বের প্রতীক। হিন্দু বাঙালিদের বিশ্বাস কার্তিক ঠাকুর সন্তান বড় না হওয়া অবধি তাদের বিপদ থেকে রক্ষা করেন। তাঁর কৃপা পেলে নিঃসন্তান দম্পতির হয় পুত্র লাভ , ধনলাভ হয় ৷ তাই সন্তান আশায় বহু দম্পতিই কার্তিক পুজো করেন। পাশাপাশি বিয়ে হয়েছে কিন্তু এখনও ছেলেমেয়ে হয় নি এমন নববিবাহিত দম্পতির বাড়িতে মজা করে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলার চল রয়েছে।
জেনে নেওয়া যাক এই বছরের পুজোর নির্ঘণ্ট:
আজেকর দিনেই মানে ২০২১ সালের কার্তিক পুজোর সময়-ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৬ নভেম্বর ২০২১, বাংলার ২৯ কার্তিক ১৪২৮, মঙ্গলবার পড়েছে কার্তিক পুজো চলবে আগামী দিন অবধি। পুজোর সময়- তিথি। ১২ টা ৫১ মিনিটে লাগবে কার্তিক সংক্রান্তি তিথি। চলবে বেলা ১১ টা ২২ মিনিট অবধি চলবে এই সংক্রান্তি। তিথি: (শুক্লপক্ষ) দ্বাদশী তিথি, ঘ ৯ টা ১২ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত, পরে ত্রয়োদশী ও মাসব্যাপী আকাশ দীপদান সমাপ্তি।
কার্তিক মন্ত্র: কার্তিকেয়ং মহাভাগং ময়ূরোপরিসংস্থিতম্। তপ্তকাঞ্চনবর্ণাভং শক্তিহস্তং বরপ্রদং।। দ্বিভুজং শত্রুহন্তারং নানালংকারভূষিতং। প্রসন্নবদনং দেবং কুমারং শক্তিদায়কম্।।
কার্তিকেয় মহাভাগ দৈত্যদর্পনিসূদন। প্রণতোঅহং মহাবাহো নমস্তে শিখিবাহন।। রুদ্রপুত্র নমস্তুভ্যং শক্তিহস্ত বরপ্রদ। ষাণ্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো।। মহাতপস্বী ভগবান্ পিতুর্মাতুঃ প্রিয়ঃ সদা দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতস্ত্বং গিরিশেখরে। শৈলাত্মজায় ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ।