Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

একটি অণ্ডকোষ, বিড়ালে ভয় পেতেন!! হিটলারের সম্পর্কে এই তথ্যগুলি শুনলে অবাক হবেন

অ্যাডলফ হিটলার পৃথিবীর ইতিহাসে এমন একটি নাম যে নামের বিষয়ে কোনো ব্যাখ্যা বা বিশেষণের দরকার নেই। এক কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব থেকে বড় খলনায়ক তিনি। সমগ্র ইউরোপের প্রায় ৬০ লাখ ইহুদিকে নির্মম ভাবে হত্যা করার ধ্বংসলীলা চালানো হয় শুধু তারই নির্দেশে। তিনি ইহুদিদের হত্যা করতে নির্মাণ করেছিলেন অসংখ্য ‘কনসেনট্রেশন ক্যাম্প’। তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল অবধি ওই দেশের ফিউরার ছিলেন। সবচেয়ে সমালোচিত ব্যাক্তিত্বের বিষয়ে এমন কিছু তথ্য আছে যেগুলি সেই ভাবে কারো জানা নেই। তাই চলুন জেনে নিই অ্যাডলফ হিটলার সম্পর্কে অবাক কিছু তথ্য-

• হিটলারের পরিচয় ইহুদি বিদ্বেষী হিসাবে। যার নির্দেশে হত্যা হয়েছিল এত ইহুদি অবাক করা বিষয় হল সেই হিটলারই স্কুলে জীবনে এক ইহুদি মেয়ের প্রেমে পড়েছিলেন। সেই মেয়েটির নাম ছিল স্টেফানি ইসাক। যদি মেয়েটিকে তিনি কখনো প্রেমের প্রস্তাব দেননি।

• হিটলার জীবনে ধর্মযাজক হতে চেয়েছিলেন। শিশু বয়সে যখন তার বয়স মাত্র ৪ বছর সেই সময়ে এই ইচ্ছাই দেখা দিয়েছিল হিটলারের মনে। এর কারণ বাচ্চা বয়সে হিটলার একবার একটি লেকে শীতকালে পড়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করেন এক ধর্মযাজক। ঘটনাটি তার মনে প্রভাব ফেলেছিল। সেই থেকেই তিনি বড় হয়ে ধর্মযাজক হওয়ার স্বপ্ন দেখেন।

• হিটলার গাড়ি চালাতে জানতেন না। শেখার চেষ্টাও করেননি। বহু মানুষের ধারণা, তার মনে গাড়ি চালানো ঘিরে এক ধরনের ভীতি কাজ করত। তবে বিশাল জার্মান সেনাবাহিনীকে ব্যক্তিগত চালকের মাধ্যমে গাড়ি চালিয়েই নেতৃত্ব দিয়েছেন হিটলার।

• অ্যাডলফ হিটলার বিড়াল কে ভয় পেতেন।

• হিটলার শাসন চলার সময় প্রত্যেক জার্মান নবদম্পতির বিয়ের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে হিটলারের অত্মজীবনী “মেইন ক্যাম্ফ” বইটি উপহার হিসাবে দেয়া হতো।

• অল্প বয়সে ধূমপান আসক্ত হলেও, এক জার্মান ডাক্তার ধূমপান করলে ফুসফুস ক্যান্সার হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে এমন টা আবিষ্কারের পর ধূমপানের ঘোর বিরোধী হয়ে পড়েন হিটলার। ১৯৩০ সালে হিটলার প্রথম ধূমপান বিরোধী ক্যাম্পেইন করেন। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নিজস্ব সেনাবাহিনীর মধ্যেও কঠোরভাবে ধুমপান নিষিদ্ধ করেন তিনি।

• প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধক্ষেত্রে লড়াই করার সময় আঘাত পেয়েছিলেন। সার্জারিতে চিকিৎসক তার একটি অণ্ডকোষ বাদ দিয়ে ফেলেন। তার জীবন রক্ষার্থেই এ কাজটি করতে হয়। ১৯১৬ সালে ব্যাটল অব সোমি-তে এমন ঘটনা ঘটেছিল।

Related posts

যৌনসুখ পাওয়ার মরিয়া চেষ্টা, অবশেষে বিয়ে সেক্সডলকে ,বাদ যায়নি মুরগির সঙ্গে যৌনতাও

News Desk

এই দুটি নতুন উপসর্গ হতে পারে ওমিক্রন আক্রান্ত শনাক্ত করার উপায়! জানালেন বিশেষজ্ঞরা

News Desk

প্রকাশ্য রাস্তায় ভাইজানের নাচ, উপচে পড়লো ভিড়! নকল সলমন খানকে গ্রেফতার করল পুলিশ

News Desk