Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আপনার স্মার্টফোনের ভেতরে ভাইরাস ঢুকে বসে নেই তো! সুরক্ষিত রাখতে কি করণীয়

বর্তমানে প্রত্যেকের হাতে পুরো বিশ্ব এনে দেয় স্মার্টফোন। কিন্তু যে কোনো স্মার্টফোনের ক্ষেত্রে খুব ক্ষতিকারক ম্যালওয়ার ভাইরাস। স্মার্টফোনে একবার ম্যালওয়ার ভাইরাস ঢুকলে যা সকল তথ্য আছে সমস্তটাই নষ্ট হয়ে যাবে। বেশিরভাগ সময় মোবাইল ব্যবহারকারী বুঝতে পারেন না যে তার ফোন এ ম্যালওয়ার ভাইরাস ঢুকে গেছে। একদম অন্তিম পর্যায়ে বুঝতে পারে সেই ব্যবহারকারী। এই ভাইরাস যে কোনও মুহূর্তে আইফোন বা এন্ড্রয়েড ডিভাইসে অ্যাটাক করতে পারে। তাই সবসময় সতর্ক থাকা প্রয়োজন ব্যবহারকারী কে। পাশাপাশি কোনও ম্যালওয়ার চোখে পড়লেই সাথে সাথে মুছে ফেলতে হবে।

বিভিন্ন ধরণের ম্যালওয়্যারের উদাহরণ হলো ট্রোজান, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, র‍্যানসামওয়্যার। আসলে এমন একধরনের বিপজ্জনক সফটওয়্যার সিস্টেম ম্যালওয়্যার যা কম্পিউটার সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। সমস্ত ডেটা নিমেষের মধ্যে হাতিয়ে নিতে পারে।

মোবাইলে ভাইরাস প্রবেশ করেছে কিনা কীভাবে বোঝা যাবে?

মোবাইল ডেটা তাড়াতাড়ি শেষ হলে:

যদি খুব তাড়াতাড়ি মোবাইলের ডেটা বা ইন্টারনেট শেষ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ফোনে ম্যালওয়্যার ঢুকে পড়েছে। মোবাইল ব্যাটারিও ডেটা শেষ হবার পাশাপাশি দ্রুত শেষ হতে শুরু করলে একশো শতাংশ নিশ্চিত হওয়া সম্ভব মোবাইলে যে ভাইরাস রয়েছে তা সম্পর্কে।

ফোন গরম হয়ে গেলে :

মোবাইল ইউজ করছেন না আপনি ,অথচ দেখছেন যে নিজে থেকেই গরম হয়ে যাচ্ছে। এমন কোনো ঘটনার সম্মুখীন হলে বুঝতে হবে যে, ভাইরাস আপনার মোবাইলের দখল নিয়েছে।

স্ক্রিনে বারবার অ্যাড শো করলে :

যদি বারবার আপনার মোবাইলের স্ক্রিনে অ্যাড শো করে, তবে বুঝতে হবে যে অ্যাড ম্যালওয়্যার প্রবেশ করেছে আপনার ফোনে । ইউজারের মোবাইল থেকে খুব সহজেই হাতিয়ে নিতে পারে গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাড ম্যালওয়্যার ।

সেভ কনট্যাক্টে স্পাম মেসেজ গেলে:

আপনার নাম্বার থেকেই মেসেজ যাচ্ছে আপনার মোবাইলে সেভ থাকা কনট্যাক্টে , অথচ কিছু জানেন না আপনি এই ব্যাপারে। এমন কিছু ঘটলে বুঝতে হবে যে ভাইরাস আক্রমণের শিকার হয়েছে আপনার মোবাইল । যে সমস্ত ফোনে মেসেজ গেছে অ্যাটাকের সম্ভাবনা রয়েছে সেগুলিতেও ।

ফোন থেকে কীভাবে ভাইরাস থাকতে পারে এমন অ্যাপ ডিলিট করবেন :

মাঝে মাঝে এমন হয় যে আমরা কোনো অ্যাপ ফোনে ইনস্টল করিনি, কিন্তু সেই অ্যাপ দেখা যাচ্ছে ডিসপ্লেতে। এমন ঘটনা ঘটলে এই ধরণের অ্যাপে ম্যালওয়্যার থাকার সম্ভাবনা রয়েছে বুঝতে হবে। যদি বেশি ডেটা খরচ করে মোবাইলে থাকা কোনো অচেনা অ্যাপ, তবে বুঝতে হবে যে ভাইরাস থাকতে পারে এই ধরণের অ্যাপে। ভালো করে চেক করতে হবে ফোনের প্রতিটি অ্যাপকে, খারাপ রিভিউ রয়েছে যেগুলিতে সেগুলিকে আন- ইনস্টল করে দিতে হবে।

ভাইরাসের হাত থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন:

ইনস্টল করবেন না কোনও apk, সবসময়ে প্লে- স্টোর বা অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করুন অ্যাপ ডাউনলোড করতে হলে। APK ভার্সন ইনস্টল করা থেকে দূরে থাকুন অচেনা ওয়েবসাইট থেকে। রেটিংস দেখে নেবেন প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় ।

পারমিশন অ্যাক্সেস ভেবে চিনতে দেবেন:

ইউজারের থেকে বেশ কিছু পারমিশন অ্যাক্সেস চায় প্রত্যেকটি অ্যাপ ইনস্টল হবার পর । কোনো ব্যাক্তিগত ইনফরমেশনের পারমিশন অ্যাক্সেস কোনো অ্যাপ চাইলে বুঝতে হবে যে তাতে গন্ডগোল রয়েছে। আজকাল মোবাইলের সিস্টেমেই অ্যান্টিভাইরাস স্ক্যানিং করার সুযোগ থাকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন। তাছাড়াও অ্যান্টিভাইরাস স্ক্যানার ইনস্টল করতে পারেন ভালো রেটিংয়ের ।

Related posts

বাড়িতে অশান্তি! ভাসুরের বিরুদ্ধে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ করে আসল ভাইয়ের স্ত্রী, তারপর..

News Desk

কেন বিয়ের পর ওজন বেড়ে যায় মেয়েদের? নিয়মিত সেক্স করলে কি সত্যিই মোটা হয়ে যায়?

News Desk

ভয়াবহ! স্বামীর সামনেই স্ত্রীকে ঘিরে ধরলো ৬ জন! একের পর এক চললো অত্যাচার

News Desk