টাকা রাখার জন্য শৌখিন মানিব্যাগ, পার্স, বটুয়া…. ইত্যাদি যাই রাখুন না কেন, সখের টাকা রাখার সেই ব্যাগটি খালি হয়ে গেলে ভালো লাগে না কারোরই। সকলেই নিজের নিজের পছন্দের, রঙের, বা দামের মানিব্যাগ ব্যবহার করেন । কিন্তু সেই মানিব্যাগে টাকাও যাতে থাকে তার জন্য সে সামান্য বাস্তু অনুযায়ী কাজগুলি করতে হয় তার ব্যাপারে অনেকেই জানেন না বা করেন না । বেশিরভাগ মানুষই এ সম্বন্ধে জানেন না। চলুন জেনে নেওয়া যাক, আপনার মানিব্যাগে এমন কী কী জিনিস রাখা যায় যা টাকা পয়সার দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে ।
এখানে টাকা পয়সা সঞ্চয়ের জন্য বেশ কিছু এমন জ্যোতিষের উপায় আপনাদের বলা হবে , যা সঠিকভাবে মেনে চললে আপনার কোনোদিন টাকার অভাব থাকবেনা। জেনে নিন সেইসব জ্যোতিষ বা বাস্তু অনুযায়ী টোটকা –
চাল- আপনার অতিরিক্ত টাকা ব্যয় বন্ধ করবার জন্য এবং আর্থিক স্থিতি ভালো করতে আপনাকে ২১টি চাল একটি ছোট কাগজে মুড়ে মানিব্যাগে রেখে দিতে হবে। এমনটা করলে আপনার অতিরিক্ত ব্যায় কমবে আর অর্থের সমৃদ্ধি ঘটবে।
দেবী লক্ষ্মীর ছবি- হিন্দু শাস্ত্র মতে মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। আপনার টাকা রাখার মানিব্যাগে একটি লক্ষ্মীর ছবি রেখে দিন। মা লক্ষ্মী মানিব্যাগে অধিষ্ঠান করলে আপনার অর্থের উপার্জন বাড়বে।
আশীর্বাদী নোট- অনেক সময় আশীর্বাদ স্বরূপ আমাদের মা-বাবা বা অন্য কোনো গুরুজন টাকা দেন। সেই আশীর্বাদী টাকার নোটে জাফরান এবং হলুদ মিশিয়ে নিজের মানিব্যাগে রেখে দিন। এমনটা করলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির পাশাপাশি আপনি বিপদ থেকেও রক্ষা পাবেন।
অশ্বত্থ পাতা- হিন্দু শাস্ত্র অনুযায়ী, অশ্বত্থ গাছ আমাদের জন্য শুভ সময় এবং প্রতীক। একটি অশ্বত্থ পাতা জলে ধুয়ে পরিষ্কার করে মানিব্যাগে রেখে দিন। সেই পাতাটি শুকিয়ে গেলে ফেলে দিয়ে আবার সতেজ পাতা পরিষ্কার করে রাখুন। তবে শুকনো পাতা রাখবেন। অশ্বত্থ পাতা সৌভাগ্য বয়ে আনে, এতে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে।
এ ছাড়াও যদি আপনার মনের কোনও সুপ্ত ইচ্ছা থাকে তাহলে একটি সাদা কাগজে লিখে লাল খামে ভরে মানিব্যাগে রেখে দিন। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল।
টাকা মানিব্যাগ বা পার্স থেকে বের করে কখনো টেবিলে বা অন্য কোথাও খোলা রাখবেন না। লক্ষ্মী চঞ্চলা। অনেকের মতে এর ফলে টাকা খরচ হয়ে যায়।