Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

২০২২ সালে নতুন বছরে সৌভাগ্য ফেরাতে বাড়ি থেকে দুর করুন এই কয়েকটি জিনিস

নতুন বছর আসার আর কয়েকদিন বাকি। নতুন বছর আমাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে, এমনটাই প্রার্থনা সকলের। আগের বছর যা দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, সে সব ভুলে নতুন বছর নতুন ভাবে শুরু করতে চান সকলেই।

কিন্তু সবার ভাগ্যে কি নতুন বছর সুখকর অভিজ্ঞতা নিয়ে আসে? অনেকের জন্যই নতুন বছর দুর্ভাগ্যে পরিণত হয়। জ্যোতিষ অনুসারে তার জন্য যেমন গ্রহ নক্ষত্রের অশুভ অবস্থান দায়ী, তেমনই অজান্তেই আমাদের কোনও কোনও দোষের কারণেও আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই নতুন বছর এ কয়েকটি জিনিস এখনই ঘর থেকে সরানো দরকার। কোন কোন জিনিস তা দেখে নিন এখানে।

ভাঙা মূর্তি

সৌভাগ্যের জন্য ঘরে কখনোই ঠাকুর দেবতার ভাঙা মূর্তি রাখবেন না। প্রতিদিন ঠাকুর ঘর পরিষ্কার করবেন। আর ঠাকুরের ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি এখনই সরিয়ে ফেলুন। এগুলি নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। এর ফলে সেই বাড়িতে লক্ষ্মীর প্রবেশ ঘটবে না।

নষ্ট ঘড়ি

ঘড়ি আমাদের সবার বাড়িতেই থাকে। কিন্তু নষ্ট ঘড়ি কখনোও ঘরে রেখে দেবেন না। যে ঘড়ি বন্ধ হয়ে গিয়েছে বা উল্টো দিক দিয়ে ঘুরছে, সেই ঘড়ির অশুভ প্রভাবে জীবনে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে। ঘরে কোনও নষ্ট ঘড়ি থাকলে তা এখনই সরিয়ে ফেলুন। বাস্তু অনুসারে মনে করা হয় যে নষ্ট ঘড়ির কারণে জীবনে সুখ ও শান্তি মেলে না।

নষ্ট বৈদ্যুতিন সামগ্রী

বৈদ্যুতিন সামগ্রী খারাপ হয়ে গেলেও তা ফেলতে পারছেন না। নতুন বছরের আগে অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলুন নষ্ট মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী। না হলে আপনার জীবনে বিপদ পিছু ছাড়বে না।

ভাঙা আয়না

কোনও আয়না বা কাঁচ ভেঙে গেলে বা তাতে চিড় ধরলে তা আর মায়া করে রেখে দেবেন না। ভাঙা আয়না দুর্ভাগ্য নিয়ে আসে। কাঁচের কোনও সামগ্রীতে চিড় ধরলে তা এখনই ফেলে দিন। না হলে আপনার ঘরে বাস্তু দোষ দেখা দেবে।

পুরনো জুতো

পুরনো ছেঁড়া জুতো কখনও ঘরে রাখবেন না। বাস্তু ও জ্যোতিষ উভয় মতেই ঘরে পুরনো ছেঁড়া জুতো জমিয়ে রাখা অত্যন্ত অশুভ। এর ফলে জীবনে সংকট দেখা দেয়। কোনও কিছু পেতে অনেক বেশি লড়াই করতে হয়। দরকারে অল্প কয়েকটা জুত রাখুন, কিন্তু যে জুতো ঘরে রাখবেন, তা যেন একদম ঠিক অবস্থায় থাকে।

ভাঙা বাসন

চিড় ধরা বা কোণা ভাঙা চায়ের কাপ, কাঁচের গ্লাস মায়া করে ফেলতে পারছেন না? নতুন বছরে সৌভাগ্য চাইলে এই কাজ কখনোই করবেন না। ভাঙা বাসনপত্র এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন। না হলে নতুন বছরেও হতাশা আর ব্যর্থতা আপনাকে ঘিরে রাখবে।

ভাঙা আসবাব

ভাঙা খাট বা ফাটা আলমারি বিবাহিত জীবনে অশান্তি নিয়ে আসে। তাই জীবনে সুখ ও শান্তি চাইলে এগুলি ঘর থেকে এখনই সরান। নতুন বছরে সঙ্গীর সঙ্গে সুখে থাকতে চাইলে এগুলি এখনই সরিয়ে ফেলুন।

Related posts

বাড়িতে অশান্তি! বধূর সাথে ২ বছরের মেয়েকেও জীবন্ত দগ্ধ করলেন শাশুড়ি ও স্বামী, তারপর..

News Desk

গত কয়েক দিনের চেয়ে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ! বাড়লো মৃত্যুও

News Desk

বিচ্ছেদের পর দেবলীনা-তথাগত পাশাপাশি বর-কনের বেশে! আবারো কি তারা একসাথে?

News Desk