Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

‘রামের ভক্ত মিথ্যে কথা বলে না’, কোভিড নেগেটিভ রিপোর্ট ইনস্টাগ্রামে শেয়ার করে লিখলেন কঙ্গনা!

নিজের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার কথা সোশাল মিডিয়ার মাধ্যমে আগেই জানিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এবার নিজের কোভিড রিপোর্ট শেয়ার করে কঙ্গনা আবারও লিখলেন, সেই সমস্ত ‘খারাপ মানুষ’দের জন্য যেসব মানুষ আমাকে মিথ্যেবাদী বলেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিড নেগেটিভ আসার রিপোর্টটি শেয়ার করেন নিজেই। সাথে সাথে লেখেন

‘রামের ভক্ত মিথ্যে কথা বলে না’, কোভিড নেগেটিভ রিপোর্ট ইনস্টাগ্রামে শেয়ার করে লিখলেন কঙ্গনা!

‘সেই সমস্ত খারাপ ব্যাক্তিদের লক্ষ্য করে বলছি যারা দাবি করছিল আমি মিথ্যে কথা বলছি। আসলে কোনও মানুষ নিজে যে রকম, তার চারপাশের মানুষকেও সে সেরকমই ভাবে…একজন রামভক্ত কোনোদিনও মিথ্যে কথা বলে না। জয় শ্রী রাম।’, নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে কোভিড নেগেটিভ রিপোর্ট শেয়ারের সাথে সাথেই এগুলোও লিখেছেন কঙ্গনা।

টুইটার থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর কঙ্গনা আজকাল ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাক্টিভ। তার কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরে কঙ্গনা রানাওয়াত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘সকলকে নমস্কার….আজ আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই যে কীভাবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমি জয় লাভ করলাম, কিন্তু আমি কোভিড ফ্যান ক্লাবদের কষ্ট দিতে চাই না। হ্যাঁ, এমন অনেক লোক রয়েছেন যারা চট করে রেগে যায় যদি আপনি করোনা ভাইরাসের প্রতি সম্মান প্রদর্শন না করেন… যাই হোক প্রত্যেক কে ধন্যবাদ শুভেচ্ছা আর প্রার্থনার জন্য’।

করোনা ভাইরাসের সংক্রমন হওয়ার পর ‘স্মল টাইম ফ্লু’ (Small Time Flue) লিখে ইনস্টাগ্রামে তাঁর মেডিটেশন রত একটি ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা রানাওয়াত। কিন্তু ইনস্টাগ্রামের তরফ থেকে ফটো টি রিমুভ করে দেওয়া হয়। যা নিয়ে কঙ্গনার বক্তব্য ছিল ‘কোভিড ফ্যান ক্লাবের’ খারাপ লেগেছিল এই ছবি টি। সেই জন্যই তা সরিয়ে ফেলা হয়েছে। এরপর কঙ্গনা আরো লেখেন, আর বড়োজোর এক সপ্তাহ তার মেয়াদ ইনস্টাগ্রামে। এরপর তিনি আর থাকতে পারবেন না ইনস্টাগ্রামে! তারপর ইনস্টাগ্রাম থেকেও টুইটারের মতন তাঁর অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হবে।

Related posts

প্রাপ্তবয়স্ক হতেই বান্ধবীর সাথে ঘর ছাড়লেন আঠারো বছরের মেয়ে! করলেন বিয়ে

News Desk

মোবাইল কানে নার্স একই ব্যাক্তিকে পরপর দিলেন ভ্যাকসিনের ৩টি ডোজ , মালবাজারের ঘটনায় চাঞ্চল্য

News Desk

প্রেমিক বিশ্বাসঘাতক, সন্দেহ করতো প্রেমিকা! যেভাবে সত্যিটা জানার চেষ্টা করলেন শুনলে অবাক হবেন

News Desk