Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

‘দামে কম, মানে ভালো’, রাতারাতি সোশ্যাল-জ্বরে কাকলি ফার্নিচার প্রচারের আলোয়

ফুলশয্যার খাটটা অবশ্যই হতে হবে কাকলি ফার্নিচারের, বিয়েটাই বৃথা না হলে! দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার। বাংলাদেশের গাজিপুরের এই ফার্নিচার সংস্থার একটি বিজ্ঞাপন ঘিরে নেটপাড়ায় শোরগোল আচমকাই । ভাইরাল মিম আর কমেন্ট ফেসবুক ছেয়ে গিয়েছে। কেউ কাকলি ফার্নিচারের খাট উপহার দেওয়ার কথা বলছেন বন্ধুর বিয়ের ফুলশয্যায় । তো কারও আবার পোস্ট, ‘Dear শশুর মশাই ,
“কাকলী ফার্নিচার” থেকে ফার্নিচার না দিলে আপনার মেয়ে কে বিয়ে করছি না!’

'দামে কম, মানে ভালো', রাতারাতি সোশ্যাল-জ্বরে কাকলি ফার্নিচার প্রচারের আলোয়

‘কাকলি ফার্নিচার’-এর খাটই যথার্থ বলে কটাক্ষ নেটিজেনদের বিয়ের বাসর থেকে ফুলশয্যা, এমনকি শবদেহ বহনের জন্যও। সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির রোল উঠেছে। মূলত একটি বিজ্ঞাপন থেকে বাংলাদেশের গাজিপুরের ফার্নিচার সংস্থা ‘কাকলি ফার্নিচার’-এর নাম লোকমুখে ছড়িয়েছে। বর্তমানে ভাইরাল সেই বিজ্ঞাপনই। কখনও শাহরুখ খানকে এই সংস্থার খাটে বসতে দেখা গিয়েছে। আবার কখনও পর্নস্টার জনি সিন্সকেও।

'দামে কম, মানে ভালো', রাতারাতি সোশ্যাল-জ্বরে কাকলি ফার্নিচার প্রচারের আলোয়

সবমিলিয়ে, এখন সোশ্যাল মিডিয়া থেকে নেটিজেনদের কাছে অন্যতম আলোচ্য বিষয় কাকলি ফার্নিচারের খাট। ফেসবুক সেলেবরাও বাদ পড়েননি। । এদিকে দেবাংশু ভট্টাচার্যের কথায়, ‘বিনোদ ও কাকলীর নামের বহুল উচ্চারণ মানুষকে তিতিবিরক্ত করে তুলেছিল।’

'দামে কম, মানে ভালো', রাতারাতি সোশ্যাল-জ্বরে কাকলি ফার্নিচার প্রচারের আলোয়

যদিও ‘কাকলি ফার্নিচার’ সংস্থা এই সমস্ত মিম, কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ । এই বিষয়ে বিরূপ কোনও মন্তব্যও করা হয়নি তাঁদের তরফে । বরং সংস্থার নাম যে প্রচার হয়েছে তা বলা বাহুল্য। তাঁদের আখেরে লাভই হয়েছে বিজ্ঞাপন ভাইরাল হওয়ায়। এবার বাণিজ্যিক দিক থেকে সেটা কতটা ফলপ্রসূ হয়, সেটাই দেখার।

Related posts

সেক্সের সময় মাস্ক পরুন, এই ‘পজিশন’ এড়িয়ে চলুন! ভ্যালেন্টাইনস ডে’র আগে জারি নোটিশ

News Desk

কাজের জন্য বেরিয়ে আর ফেরেনি মেয়েটি, হঠাৎ কল এলো, বললো আমাকে বাঁচাও…

News Desk

টার্গেট না হলেই কাঁচা ডিম খেতে হবে’, কর্মীদের অদ্ভুত শাস্তি দিয়ে শিরোনামে এই কোম্পানি

News Desk