Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সবচেয়ে কম টাকায় রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও! ১১৯ টাকার অফারে মিলবে দুর্দান্ত সুযোগ সুবিধা

রিচার্জের মূল্যবৃদ্ধি ঘিরে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ছাড়া দেশের বাকি সব কটি টেলিকম সংস্থা নিজেদের সব প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে। জিও (Jio), এয়ারটেল, ভি আই ইত্যাদি নানা সংস্থা তাদের রিচার্জের প্ল্যান গুলির দাম প্রায় ২০-২৫% বৃদ্ধি করেছে। এই অবস্থায় দাড়িয়ে মোবাইল রিচার্জ করা গ্রাহকদের কাছে বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পাশাপাশি কম টাকার প্ল্যানগুলিতে আউটগোয়িং এসএমএস-এর সুবিধা দেয় না টেলিকম সংস্থা Vi (ভোডাফোন আইডিয়া)। এই নিয়ে কিছুদিন আগেই টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI-এর কাছে অভিযোগ জানিয়েছিল জিও। এবার প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে নয়া সিদ্ধান্ত নিল জিও। নিয়ে এল ১১৯ টাকার দুর্দান্ত রিচার্জের প্ল্যান।

Jio সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ন্যূনতম ১১৯ টাকা রিচার্জ করলেই মিলবে আউটগোয়িং এসএমএস -এর পরিষেবা।

এছাড়া এই ১১৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও যেসব সুবিধা দিচ্ছে-

• এই প্ল্যানের মধ্যে গ্রাহকরা পাবেন ৩০০ আউটগোয়িং এসএমএসের সুবিধা ১৪ দিনের জন্য।

• প্রতিদিন মিলবে ১.৫ জিবি ডাটা প্যাকের সুবিধাও।

• এছাড়াও ১৪ দিনের জন্য পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলের পরিষেবা।

অর্থাৎ জিও তাদের গ্রাহকদের কম পয়সার ১১৯ টাকা রিচার্জ প্ল্যানের মধ্যেই এসএমএস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল। বর্তমানে বাজারে এই ১১৯ টাকার প্ল্যানই সবচেয়ে সস্তা যাতে SMS পাঠানো যাবে। এর কারণে জিওর গ্রাহকরা ব্যাঙ্কিং থেকে শুরু করে ইত্যাদি নানা পরিষেবার ক্ষেত্রে কোনো এসএমএস পাঠাতে হলে সমস্যার সম্মুখীন হবেন না।

প্রসঙ্গত, মূল্য বৃদ্ধির পর থেকে কম টাকার রিচার্জের প্ল্যানে এসএমএস করার সুযোগ সুবিধা দিচ্ছিল না এয়ারটেল এবং ভোডাফোন। ফলে কোন সময়ে জরুরী পরিষেবায় প্রয়োজন পড়লে এসএমএস করার সুবিধা পাচ্ছিলেন না গ্রাহকরা। এই বিষয়ে কিছুদিন আগেই TRAI-এর কাছে অভিযোগ জানিয়েছিল Jio। সম্প্রতি ট্রাইয়ের নির্দেশ দিয়েছে যাতে সবকটি বেসরকারি টেলিকম সংস্থা নিজস্ব রিচার্জ প্ল্যানের সঙ্গে দেবে এসএমএস করার সুযোগ সুবিধা। তবে আপাতত জিও এই সুবিধা দিচ্ছে।

বলা হচ্ছে, সম্প্রতি জিওর বিভিন্ন রিচার্জ প্ল্যানের খরচ অনেকটাই বেড়ে যাওয়ার পর ১১৯ টাকার প্ল্যানই সবচেয়ে কমদামী রিচার্জ প্ল্যান। কারণ এই প্ল্যানে গ্রাহকেরা এসএমএস, ডেটা, আনলিমিটেড ভয়েস কল ইত্যাদি সব পরিষেবাই পাবেন। যদিও এই সমস্ত পরিষেবা আগেই ৯৮ টাকার প্ল্যানে পাওয়া যেত। কিন্তু এই প্ল্যান আচমকাই বন্ধ করা হয়। বর্তমানে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে।

Related posts

কলকাতার এই পরিবারে আজও হয় কালো রূপের দূর্গার পুজো! এমন কালো রঙের দূর্গামূর্তির কারণ কি?

News Desk

মুখে মাস্ক পরেই উদ্দাম যৌনতা! করোনা কালে চাহিদা বাড়ছে কোভিড পর্নোগ্রাফির

News Desk

সংক্রমন কমায় রাজ্যে বিধি নিষেধে শিথিলতা, ঘোষনা মুখ্যমন্ত্রীর

News Desk