Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পিরিয়ড চলাকালীন সেক্স করা নিরাপদ কি? পড়ুন

এধরনের কুসংস্কার এখনও আমাদের সমাজে রয়েছে একবিংশ শতাব্দীতে এসেও। ধর্মকর্ম করা যায় না, টক খাওয়া যায় না, সেক্স করা যায় না পিরিয়ড হলে। এমন নির্দেশও আছে বিভিন্ন ধর্মগ্রন্থে যে ঋতুমতীকে আলাদা ঘরে আলাদা বিছানায় শুনে হতে। স্বামী যেন তাঁর ধারে কাছেও যেতে না পারেন সেক্স তো দূরের কথা।

পিরিয়ড চলাকালীন সেক্স করা নিরাপদ কি? পড়ুন

এসব চলে আসছে যুগ যুগ ধরে। কিন্তু আধুনিক বিজ্ঞান অন্যকথা বলছে। বেশ নিরাপদ পিরিয়ড চলাকালীন সেক্স করা নাকি। অপরিচ্ছন্নতার কথা বাদ দিলে বাকি প্রায় সবই এক্ষেত্রে ইতিবাচক।

পিরিয়ডিক্যাল লাভ:

  • শরীরের ব্যথা, খিঁচুনি একেবারে সেরে যায় পিরিয়ড চলাকালীন সেক্স করলে। মাংসপেশী শিথিল হযে যায় শরীরের। শরীরের কষ্ট কমে। শরীর থেকে এনডরফিন্স নামে একটি রাসায়নিক বেরিয়ে যায় আর এই সময় সেক্স করলে। মন হালকা হয় এর ফলে।
  • সেক্স শরীরের ভিতরের বাহ্যপদার্থ সহজেই বের করে দেয় পিরিয়ড চলাকালীন। ফলে পিরিয়ড তাড়াতাড়ি সেরে যায়। ৫-৭ দিন ধরে আর অপেক্ষা করতে হয় না।
  • অনেক মহিলার ক্ষেত্রেই পিরিয়ড শুরু হওয়ার সপ্তাহ খানের আগে থেকেই কামোত্তেজনা বাড়তে থাকে। পিরিয়ডের সময় সেই উত্তেজনা চরমে থাকে। তাই সেই সময় সেক্স করলে চরমসুখের প্রকৃত মজা পাওয়া যায়।
  • পিরিয়ড চলাকালীন ভ্যাজাইনা স্বাভাবিক নিয়মেই মসৃন থাকে। পারফেক্ট ইন্টারকোর্সে তা দারুণ ভাবে কাজ করে।
  • প্রায় ৫০ শতাংশ মহিলার দাবি পিরিয়ড চলাকালীন তাঁদের মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়। গবেষণা বলছে পিরিয়ড চলাকালীন সেক্স করলে মাথা ব্যথা নিমেষে সেরে যায়। ওষুধ ছাড়াই।

Related posts

হবু বরের আনুগত্য যাচাই করতে চেয়ে ইনস্টাগ্রাম থেকে মডেল ভাড়া করলেন মহিলা! অতঃপর

News Desk

কোভিডে অনাথ শিশুদের পাশে কেন্দ্র, বড় ঘোষনা মোদী সরকারের

News Desk

যৌন মিলনের সময় বিছানায় এই কাজটি কখনই করবেন না! আজই সতর্ক হোন!

News Desk