৮ই ডিসেম্বর ,সময় আন্দাজ ১২.২০ দুপুর বেলা। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার। যে সওয়ার ছিলেন খোদ বিপিন রাওয়াত। সাথে ছিলেন তার স্ত্রী এবং আরো কয়েকজন সেনা আধিকারিক।
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে সমন্বয় সাধনের দায়িত্বও ছিল তাঁর ওপর। বলা যায় ভারতীয় সেনার সর্বাধিনায়ক ছিলেন বিপিন রাওয়াত। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে দেশজুড়ে উঠছে নানা প্রশ্ন। এবং সেটাই স্বাভাবিক। বাস্তবে দেখাও যাচ্ছে তেমনটাই। অনেকেই প্রশ্ন তুলেছেন বায়ুসেনার এতো নির্ভরযোগ্য কপ্টারগুলির বিষয়ে৷ অনেকে আবার উঠাচ্ছেন, ‘অন্তর্ঘাত এর তথ্য’
বিভিন্ন সূত্রে অনুযায়ী জানা যায়, বুধবার দুপুরে নীলগিরি চা-বাগানের কাছে এক জঙ্গলে কপ্টারটি ভেঙে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে। কপ্টারটি টুকরো টুকরো হয়ে আগুন ধরে যায়। যদিও আরও একটি সূত্রের দাবি অনুযায়ী জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়ার আগেই আগুন ধরে গিয়েছিল।
আর এই ঘটনা ঘিরেই উঠছে বেশ কিছু প্রশ্ন! বিপিন রাওয়াতের মতো এত পদমর্যাদা যুক্ত সেনা আধিকারিকদের ব্যবহারের হেলিকপ্টারে সুরক্ষা ব্যবস্থা আদৌ কতোটা? সেগুলি কী এরম দুর্ঘটনার এড়াতে সক্ষম নয়? দেশবাসীর মনে প্রশ্ন তাদের সিডিএস জেনারেল কে হারিয়ে।
৮ই ডিসেম্বর ,সময় আন্দাজ ১২.২০ দুপুর বেলা। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার। যে সওয়ার ছিলেন খোদ বিপিন রাওয়াত। সাথে ছিলেন তার স্ত্রী এবং আরো কয়েকজন সেনা আধিকারিক।
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে সমন্বয় সাধনের দায়িত্বও ছিল তাঁর ওপর। বলা যায় ভারতীয় সেনার সর্বাধিনায়ক ছিলেন বিপিন রাওয়াত। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে দেশজুড়ে উঠছে নানা প্রশ্ন। এবং সেটাই স্বাভাবিক। বাস্তবে দেখাও যাচ্ছে তেমনটাই। অনেকেই প্রশ্ন তুলেছেন বায়ুসেনার এতো নির্ভরযোগ্য কপ্টারগুলির বিষয়ে৷ অনেকে আবার উঠাচ্ছেন, ‘অন্তর্ঘাত এর তথ্য’
বিভিন্ন সূত্রে অনুযায়ী জানা যায়, বুধবার দুপুরে নীলগিরি চা-বাগানের কাছে এক জঙ্গলে কপ্টারটি ভেঙে পড়ার আগে একটি গাছে ধাক্কা মারে। কপ্টারটি টুকরো টুকরো হয়ে আগুন ধরে যায়। যদিও আরও একটি সূত্রের দাবি অনুযায়ী জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়ার আগেই আগুন ধরে গিয়েছিল।
আর এই ঘটনা ঘিরেই উঠছে বেশ কিছু প্রশ্ন! বিপিন রাওয়াতের মতো এত পদমর্যাদা যুক্ত সেনা আধিকারিকদের ব্যবহারের হেলিকপ্টারে সুরক্ষা ব্যবস্থা আদৌ কতোটা? সেগুলি কী এরম দুর্ঘটনার এড়াতে সক্ষম নয়? দেশবাসীর মনে প্রশ্ন তাদের সিডিএস জেনারেল কে হারিয়ে।