Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

গোপন কোড বলতে পারলে তবেই প্রবেশ ভিকি-ক্যাটের বিয়েতে! আমন্ত্রিতরা বিরক্ত অপমানজক শর্তে

বলিউডের অভ্যন্তরে খবর প্রায় পাকা। আগামী ৯ ডিসেম্বর সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন ভিকি-ক্যাটরিনা। চোখ ধাঁধানো, রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। অতিথি অভ্যাগতদের জন্য হোটেল বুকিং থেকে শুরু করে বিয়ের সাজ পোশাক নির্বাচন, সবই প্রায় চূড়ান্ত। আর এই হাই প্রোফাইল বিয়ে ঘিরে চূড়ান্ত নিরাপত্তার বেষ্টনী। এমনকি অতিথিদের জন্যও রয়েছে কড়া নিয়মের বিধী নিষেধ। বিয়ের খবর গোপনীয় রাখতে ভিকি-ক্যাটরিনার তরফে নাকি রোজই নতুন নিয়মাবলীর কথা জানানো হচ্ছে অতিথিদের। হবু বর কনের এত অত্যাধিক বিধি নিষেধ আর কঠোরতায় আমন্ত্রিত অতিথিরা বেশ বিরক্ত হয়ে উঠেছেন বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী রাজস্থানের এক ৭০০ বছর পুরোনো দুর্গে আয়োজিত হতে চলেছে ক্যাটরিনা-ভিকির বিয়ে। সম্ভাব্য রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে এই রাজকীয় বিয়ে হতে চলেছে এমনটাই খবর। কিন্তু, আমন্ত্রিতদের বিয়ে বাড়িতে প্রবেশ করতে হলে জানাতে হবে তাদের দেওয়া একটি সিক্রেট কোড। বিয়ের গোপনীয়তার কারণে আমন্ত্রিত কোনও অতিথিই নিজের নাম দিয়ে নয় বরং, কোড দিয়ে তাঁদের পরিচয় জানাবেন। এমনকি বুক করা হোটেলে এই কোড জানালে তবেই মিলবে ঘর, রুম সার্ভিস।

এছাড়াও অতিথিদের বিয়েতে আসার আগে একটি নন-ডিসক্লোজার চুক্তিতে (NDA) সাইন করতে হবে। এখানে সাইন করার অর্থ তারা চুক্তিবদ্ধ থাকবে দম্পতির বিয়েতে তাদের উপস্থিতি সম্পর্কে কোনো কথা বলতে পারবে না, কোনো ছবি তুলতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও পোস্ট করতে পারবে না, বিয়ের আসরের কোনো বিবরণ কোথাও জানাবেন না, মোবাইল ফোন ব্যবহার করবেন না।

বলিউড লাইফকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ভিকি-ক্যাটরিনার বিয়েতে উপস্থিত এক অতিথি। তিনি জানান,যে প্রতিদিন একটি করে নতুন নিয়ম পাঠায় ভিকি-ক্যাটরিনার বিয়ের সমন্বয়কারী টিম। ঈশ্বরের জন্য এত পাহারা বসানো হচ্ছে যার জন্য সেই বিবাহ কোন রাষ্ট্রের গোপনীয়তা নয়।’

• সাইন করতে হবে বিয়ের জায়গায় ছবি না তোলার শর্তে।

• কোনও ফোন ব্যবহার করা চলবে না বিয়ের সময়।

• বাইরের কারও সাথে যোগাযোগ করা যাবে না বিয়েবাড়ির ভিতরে বসে।

• সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া যাবে না।

• কাউকে বিয়েবাড়ির ঠিকানাও পাঠানো যাবে না সোশ্যাল মিডিয়ায়।

• রিল ভিডিয়ো বানানো যাবেনা বিয়েবাড়ির ভিতরে।

• বিয়েবাড়িতে প্রবেশ করা যাবে না গোপন কোড না জানলে।

এত শর্ত অতিথিদের উপর চাপিয়ে, মনে হচ্ছে তাদের সম্পর্কের মতোই গোপন রাখতে চান ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়েকে।

Related posts

শীগ্রই মা হচ্ছেন দীপিকা? সন্তানের নাম খোঁজা শুরু করলেন রণবীর সিং!

News Desk

সারা পিঠে ‘লাভ বাইট’, উরফির উন্মুক্ত পিঠের ছবিতে চোখ আটকে নেটিজেনদের! কে দিল এই কামড়?

News Desk

বুকে ব্যাথা নিয়ে ভর্তি অনুরাগ কাশ্যপ, কেমন আছেন তিনি?

News Desk