অসংগঠিত ক্ষেত্রে যারা কর্মরত তাদের বৃদ্ধ বয়সে ভবিষ্যতের নিরপত্তার অভাব ঘটে। তাই এমন নানা ধরনের অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে একটি যোজনা। এই প্রকল্পে খুবই সামান্য পরিমাণ টাকা বিনিয়োগ করলে ৬০ বছর বয়সের মিলবে মাসিক পেনশন। মুলত যারা মাস গেলে তেমন কিছু আয় করতে পারেন না তাদের বৃদ্ধ বয়সে যাতে কিছুটা সুরক্ষা পান সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের এই যোজনা।
তাই যদি আপনিও অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন এবং ভবিষ্যতের জন্য আপনারও বিনিয়োগ করার ইচ্ছা থাকে সেক্ষত্রে বিনিয়োগের অন্যতম ভালো অপশন হতে পারে (The ideal option to invest money) প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (PM Shram Yogi Man Dhan Yojna)। এই যোজনায় মাত্র ২ টাকা বিনিয়োগ করলে ভবিষ্যত পেনশন মিলবে। জেনে নিন কারা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন।
১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের মধ্যের বয়সী ভারতীয় নাগরিকরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তাদের আয় হতে হবে মাসিক ১৫ হাজার টাকার নিচে। যে সকল শ্রমিকেরা এই প্রকল্পে আবেদন করতে চান তাদের কাছে থাকতে হবে কিছু প্রয়োজনীয় নথি যেমন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের পাসবই, মোবাইল নম্বর এইসব৷ সম্মতিপত্রতে সই করতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে ৷
মুলত রিকশাচালক, নাপিত, কুলি, রাজমিস্ত্রি ইত্যাদি অসাংগঠনিক ক্ষেত্রে দিন আনা দিন খাওয়া নিন্মবিত্ত মানুষদের বৃদ্ধ বয়স আরো সংগঠিত করতে এবং সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শুরু করা হল এই যোজনা। মাত্র ২ টাকা করে বিনিয়োগ করলে বৃদ্ধ বয়সে মাসিক ৩০০০ টাকা অর্থাৎ বার্ষিক ৩৬,০০০ টাকা পেনশন পাওয়া যাবে। এই যোজনা দ্বারা দরিদ্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা অনেকটাই সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।
এই শ্রমযোগী মানধন যোজনার অধীনে ১৮ বছর বয়সের যে কোন ভারতীয় ব্যক্তি মাসে মাত্র ৫৫ টাকা করে জমালেই ৬০ বছর বয়সের পর ৩,০০০ টাকা প্রতিমাসে পেনশন পাবেন। কিন্তু যদি কেউ ১৮ বছরের বেশি বয়সী হয় তাহলে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সেক্ষেত্রে তার বয়স অনুযায়ী প্রতিমাসের বিনিয়োগ মূল্য নির্ধারিত হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি ৪০ বছর বয়সে এই শ্রমযোগী মানধন যোজনায় বিনিয়োগ শুরু করেন তাহলে তাকে প্রতিমাসে ২০০ বিনিয়োগ করতে হব। এতে তিনি যখন ৬০ বছর বয়সী হবেন তখন তিনি মাসিক পেনশন পাবেন ৩,০০০ টাকা।
এই যোজনার বিষয়ে বিস্তারিত জানার জন্য শ্রম বিভাগ কার্যালয়, LIC, EPFO-র শ্রমিক সুবিধা কেন্দ্র ইত্যাদি প্রস্তুত করা হয়েছে ৷ এই সমস্ত দফতরে গিয়ে শ্রমিক যোজনার বিষয়ে জিজ্ঞাস্য যেকোনো তথ্য জেনে নেওয়া যেতে পারে ৷ কেন্দ্রের এই শ্রমযোগী মানধন যোজনার যোজনার যে কোনো তথ্যের 18002676888 এই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নম্বর থেকেও যোজনার যাবতীয় তথ্য জেনে নেওয়া যেতে পারে ।