Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এশিয়াতে কোভিড হটস্পট হিসাবে সরলো ভারতের নাম , দৈনিক সংক্রমণে শীর্ষে এখন এই দেশ

দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এতদিন ধরে এশিয়াতে কোভিডের ভরকেন্দ্র হিসাবে এক নম্বরে অবস্থান করছিল ভারত। প্রতিদিন সংক্রমিতের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়েছিল ভারত।

কোভিড হটস্পট হিসাবে এশিয়াতে অবশেষে নাম সরলো ভারতের। এশিয়া মহাদেশে করোনা (Coronavirus) সংক্রমনের নতুন হটস্পট এখন ইন্দোনেশিয়া। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে ভারতকে টপকে গেল পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া (Indonesia)।

লাগাতার দুদিন সেদেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার পার করেছে। গত মঙ্গলবারে ১ দিনে করোনা সংক্রমিতের নিরিখে গড়েছে এক নতুন রেকর্ড। এক দিনে ইন্দোনেশিয়াতে মঙ্গলবারে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৯৯ জন। এই আক্রান্তের সংখ্যা সেই দিনের ভারতের আক্রান্তের সংখ্যা থেকে তো বেশিই , বিশ্বের মধ্যে সবথেকে বেশি।ইন্দোনেশিয়ার কোভিড তথ্য স্পষ্টতই বলে দিচ্ছে, এশিয়ার নয়া কোভিড হটস্পট (Covid hotspot) হয়ে উঠছে ইন্দোনেশিয়া। আর এই সংক্রমন বেড়ে ওঠার অন্যতম কারণ করোনার ডেল্টা (Delta) প্রজাতি।

ডেল্টা স্ট্রেন এর দাপটেই ইন্দোনেশিয়ায় এই অবস্থা। বিশেষজ্ঞদের মত , ইন্দোনেশিয়ার নিকটবর্তী জাভা দ্বীপ থেকেই সেই দেশের ভূখণ্ডে ঢুকেছে সার্স-কোভ-২ (Sars Covid 2) ভাইরাসের ডেল্টা প্রজাতিটি। অথচ জুন মাসেই ইন্দোনেশিয়ায় এমন করোনা বাড়বাড়ন্ত ছিল না। সংক্রমণ ছিল অনেকটাই কম। করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ থাকছিল ১০ হাজারের নিচেই। জুলাইয়ের প্রথম দিক থেকে ফের বাড়তে শুরু করে করোনা ভাইরাসের দাপট।

আর জুলাই এর মাঝামাঝি সময়ে তা পৌঁছেছে প্রায় ৫০ হাজারের কাছাকাছি। গত ৭ দিনে গড়ে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গড়ে ৯০০ জন। এক মাস আগে, জুনে যে সংখ্যাটা ছিল গড়ে ১৮১! হঠাৎ এই বাড়াবাড়ি সংক্রমনে চিন্তিত ইন্দোনেশিয়ার প্রশাসন।

সঙ্কটজনক পরিস্থিতিতে অক্সিজেন জোগান বাড়াতে নির্দেশ দিয়েছেন দেশের প্রশাসন।

Related posts

ক্লায়েন্ট এসে জানতে চায় রেট কত? সল্টলেকে স্পা-এ কর্মরত তরুণীর বিস্ফোরক অভিযোগ!

News Desk

আসতে চলেছে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ! কবে নাগাদ? জানাচ্ছেন আইআইটির গবেষকরা

News Desk