করোনার চতুর্থ ঢেউ কি দরজায় কড়া নাড়ছে? দিল্লিতে নতুন করে লাগাম ছাড়া সংক্রমণের ঘটনা আবার যেন তেমন নির্দেশ দিচ্ছে। যার কারণে গত ২৪ ঘণ্টায় ভারতেও ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও। ১২ হাজারের গণ্ডি পার করে দিল দেশের করোনা অ্যাক্টিভ কেস। তারই মধ্যে অতি সংক্রামক XE প্রজাতি নিয়েও চিন্তায় বিশেষজ্ঞরা।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায়, 2067টি নতুন করোনা ভাইরাসের কেস রিপোর্ট করা হয়েছে। এর আগে সোমবার 1247টি করোনা ভাইরাসের কেস রিপোর্ট করা হয়েছিল। অর্থাৎ গত 24 ঘণ্টায় দেশে প্রায় 65 শতাংশ কেস বেড়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে দেশে গত 24 ঘণ্টায় করোনায় 40 জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে 1547 জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট 4,30,47,594 জন করোনা আক্রান্ত হয়েছে। একই সময়ে, সক্রিয় মামলা বেড়ে 12,340 হয়েছে। এখন পর্যন্ত 4,25,13,248 জন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনায় 5 লাখ 22 হাজার 06 জনের মৃত্যু হয়েছে।
রাজধানী দিল্লির পরিস্থিতি বর্তমানে খুবই উদ্বেগজনক। এখানে গত 24 ঘন্টায় 26% করোনা কেস বেড়েছে। মঙ্গলবার দিল্লিতে করোনার 632 টি নতুন কেস পাওয়া গেছে। এর আগে সোমবার, 501 টি মামলা রিপোর্ট করা হয়েছিল। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে 1,274 হয়েছে। তবে মঙ্গলবার সুস্থ হয়েছেন 414 জন। তবে স্বস্তির খবর নেই যে 24 ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দৈনিক পজিটিভিটি হার বেড়ে 4.42% হয়েছে।
দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশের সুস্থতার হার 98.76 শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত ভারতে প্রায় 186 কোটি 90 লক্ষেরও বেশি করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গতকাল করোনা টিকা পেয়েছেন 17.50 লক্ষের বেশি। গত 24 ঘন্টায় দেশে 4 লক্ষ 21 হাজার 183 জনের করোনা নমুনা পরীক্ষা হয়েছে।