Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামার আগেই ধাক্কা ভারতের টাইম, করোনা আক্রান্ত ২ ক্রিকেটার

ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় টিমে বড় ধাক্কা। করোনা আক্রান্ত হয়েছেন ভারতের দুই ক্রিকেটার। কোন দুই জন ক্রিকেটার হয়েছেন করোনা আক্রান্ত এখনও অবধি সেই নাম প্রকাশ করা হয়নি। সূত্র অনুযায়ী জানা গিয়েছে দলের এক সদস্যের গলা ব্যাথা হয়েছিল। সেই ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হলে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর টিমের বাকি ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা করা হয়। তখন দেখা যায় আরও একজন ক্রিকেটার করোনা আক্রান্ত। তবে বর্তমানে শুধুমাত্র একজন ভারতীয় ক্রিকেটারই সক্রিয় করোনা রোগী। অপরজন করোনা টেস্টের রিপোর্ট প্রথমে পজিটিভ এলেও, তাঁর দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই কারণে তিনি টেস্ট খেলার জন্য ভারতীয় দলের সঙ্গে ডারহামে যাবেন। তবে আরেকজন ক্রিকেটার যিনি বর্তমানে করোনা আক্রান্ত, তাকে লন্ডনেই নিভৃতবাসে থাকতে হবে। তিনি ডারহাম যাচ্ছেন না। এক আত্মীয়ের বাড়িতে তিনি আপাতত কোয়ারান্টাইন রয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষে ভারতীয় ক্রিকেটারদের ২০ দিনের ছুটি দেওয়া হয়েছিল। সেই সময়ে তাদের জৈব বলয়ের শক্ত বিধিনিষেধ মেনে চলার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। সম্প্রতি ইউরো কাপ ফাইনাল চলাকালীন উইম্বলডনের স্টেডিয়ামে খেলা দেখতেও গেছিল বেশ কিছু ভারতীয় ক্রিকেটার। সেই অবাধ ঘুরে বেড়ানোর ফলেই সমস্যায় পড়ল ভারতীয় ক্রিকেট দল।

ইংল্যান্ডে বাড়ছে ডেল্টা প্রজাতির প্রভাব। গত সপ্তাহে ইউরো ফাইনালের পর বেড়েছে সংক্রামিতর সংখ্যাও। বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ এই কারণে সতর্কবার্তাও দিয়েছিলেন যে ব্রিটেনে করোনার প্রভাব বাড়ছে। ক্রিকেটাররা যেন ভিড় এড়িয়ে চলেন। কিন্তু কাজে দিল না সেই সতর্ক বার্তা। করোনা আক্রান্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘একথা সত্যি যে দলের একজন ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ এসছে। যদিও সে কোভিড অ্যাসিম্পটোম্যাটিক। সেই ক্রিকেটার এখন নিভৃতবাসে রয়েছে এবং টিমের বাকি ক্রিকেটারদের সঙ্গে বৃহস্পতিবার ডারহ্যামের উদ্দেশ্যে রওনা দেবে না।’

প্রসঙ্গত আগামী ৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তা শুরুর আগে আবারও ডারহ্যামেই বিরাট কোহলির দল জৈব বলয়ে প্রবেশ করবেন।

Related posts

কনে ও তার ৬ বন্ধুর নাচ দেখে কন্ট্রোল করতে না পেরে অবশেষে যে কাজ করে ফেলল বর! ভাইরাল ভিডিও

News Desk

Merry Christmas 2021: বড়দিন সম্পর্কে এই ১২টি তথ্য শুনলে অবাক হবেন

News Desk

সেক্স করার পর কোনো ধরনের হতাশা বা বিষন্নতা আসা কি স্বাভাবিক?

News Desk