Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গত একদিনে আবারও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘন্টায় মৃত ৮১৭

কয়েকদিন লাগাতার সংক্রমন হ্রাস পাওয়ার পর ফের পর পর ২ দিন বাড়ল করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা। টানা কমছিল করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। সেই ক্ষেত্রেও দেখা গেল বিপরীত বাপার। অনেক দিন বাদে হটাৎ বাড়ল করোনা অ্যাকটিভ কেস। আগের দিনের তুলনায় সামান্য কমেছে মৃতের সংখ্যা। ফলে স্বভাবতই উদ্বিগ্ন দেশের সাস্থ্য বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউ কবে হানা দিতে চলছে সেই ঘিরে আশঙ্কায় সকলে।

স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৯২ জন। এর আগের দিন অর্থাৎ বুধবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবারের করোনা পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৪ হাজার ৭০৩। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯৬ জনে। রবিবারের পরিসংখ্যান বলছে, এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১।

Covid third wave may hit in August says report by SBI

বৃহস্পতিবারের পরিসংখ্যানের পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ভারতে করোনা কে হারিয়ে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন। বুধবারে সুস্থ হয়েছেন মোট ৪৭ হাজার ২৪০ জন। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৫১ হাজার ৮৬৪। সোমবারের পরিসংখ্যান বলছে, এই সংখ্যা ছিল ৪২ হাজার ৩৫২। রবিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৫২ হাজার ২৯৯।

আপাতত ভারতে করোনা সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। আপাতত করোনার কারণে ভারতে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন।

পাশপাশি চলছে টিকাকরণ বুধবার ভারতে প্রায় ৩৩.৮১ লক্ষ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত ভারতে করোনা টিকা পেয়েছেন ৩৬.৪৮ কোটিরও বেশি মানুষ।

Related posts

আনন্দ নয়, দুর্গাপুজোর সময় শোকে কাতর হন ‘মহিষাসুরের বংশধর’ এই অসুর সম্প্রদায়ের মানুষেরা

News Desk

মালদায় নেশার ঘোরে পাড়ার বৌদিকে রঙ মাখাতে উদ্যত যুবক! বাঁধা দিতেই যা ঘটল

News Desk

দশমীর পরদিন একাদশীতে উত্তরবঙ্গের গ্রামে ফের শুরু হয় দেবীর আরাধনা! কেন জানেন

News Desk