ভারতে দীর্ঘ তিন মাস পর করোনার দৈনিক সংক্রমন নামলো চল্লিশ হাজারের নীচে। ধীরে ধীরে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন মানুষ। এর আগের দিন অর্থাৎ রবিবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী এই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ১১১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান বলছে এই যাবৎ দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ কোটি ৫ লক্ষ ৮৫ হাজার ২২৯ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার হানায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের। রবিবারের ও শনিবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ক্রমান্বয়ে ছিল ৯৫৫ আর ৭৩৮। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৫৩।
এই নিয়ে এখনও পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২ হাজার ৫ জনের।
আস্তে আস্তে সুস্থ হচ্ছে দেশও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৫২ জন।
এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। পাশাপাশি গত কয়েক দিন ধরে দেশে ক্রমাগত কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১।
পাশাপাশি দেশে চলছে টিকাকরন। সোমবার পর্যন্ত দেশে এখনও পর্যন্ত মোট ৩৫.১২ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।