Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শান্তিপুর লোকালের লেডিস কম্পার্টমেন্টে অভব্য শ্লীলতাহানি! ফেসবুক লাইভ করলেন নির্যাতিতা

ফের লোকাল ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চলন্ত ট্রেনে। এক মহিলার শ্লীলতাহানি হয়েছে শান্তিপুর লোকালে। ট্রেনটি যখন শান্তিপুর থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিলক তখন দমদম আসার আগে চলন্ত ট্রেনেই শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ। ওই মহিলা ইতিমধ্যেই ফেসবুকে লাইভ করেছিলেন ঘটনার সময়। ফেসবুক লাইভে ওই যুবকের ছবি ধরা পড়েছে। শিয়ালদহ জি আরপিতে ওই মহিলা অভিযোগ জানিয়েছেন।

জানা গিয়েছে, শুক্রবার ট্যাটু করার জন্য শিয়ালদহ থেকে ট্রেন ধরে ওই মহিলা ফুলিয়া যান। তাঁর কাজ শেষ হয়ে যায় সন্ধে সাড়ে ছয়টার মধ্যে। এরপর বাড়ি ফেরার জন্য আবার ডাউন শিয়ালদহ লোকাল ট্রেন ধরেন। ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে সন্ধ্যেবেলায় তিনি ওঠেন। ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি ক্লান্ত থাকার জন্য। তবে ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গে ঘুম ভাঙে।

অভিযোগ, তিনি চোখ খুলতেই দেখেন আর কেউ নেই গোটা কামরায়। তাঁর শরীর স্পর্শ করছে এক ব্যক্তি। এই কাজ বারংবার করতে থাকায় ওই মহিলা বাধা দিতে যান। অভিযুক্ত ব্যক্তি তখনই মারধর করেন এমনটাই অভিযোগ মহিলার। এরপর ব্যক্তি, ওই মহিলার গলার চেন ছিনিয়ে নিতেও উদ্যত হন। এবার আদৌ সোনার চেন রয়েছে কিনা তা পরীক্ষা করার বাহানায় তিনি ফের মহিলার সঙ্গে অভ্যবতা করেন।

যেহেতু প্রতিদিন ট্রেনে ওই মহিলা যাতায়াত করেন না ফলত ভয় পেয়ে যান। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন তাও তাঁর মাথায় আসছিল না। পরে মোবাইল ফোন থেকে ফেসবুক লাইভ করতে থাকেন তিনি বুদ্ধি করে। অপরাধীর ছবি সেই লাইভেই ধরা পড়ে। অভিযোগ একাধিকবার ট্রেনের চেন টানেন ট্রেন দাঁড় করানোর জন্য ওই মহিলা। কিন্তু কোনও কাজ তাতেও হয়নি। পরে যখন শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢোকে সেই সময় পালিয়ে যায় ওই ব্যক্তি। কোনও রকমে ট্রেন থেকে নেমে অসহায় মহিলা শিয়ালদা জিআরপিতে গিয়ে অভিযোগ জানায় ।

অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে সিসিটিভি ফুটেজ দেখে, জানাল পুলিশ। মামলা রুজু শ্লীলতাহানির অভিযোগে। ট্রেনে মহিলা সুরক্ষা নিয়ে গোটা ঘটনায় প্রশ্ন উঠছে।

Related posts

হোলির দিন নরবলিতেই কাটবে বিয়ের বাঁধা! তান্ত্রিকের কথায় প্রতিবেশী শিশুকে অপহরণ যুবকের

News Desk

মৃতদের প্রমাণ গোপন করতে ভ্রাম্যমাণ শ্মশান চুল্লি নিয়ে ঘুরছে রাশিয়ার ফৌজ: রিপোর্ট

News Desk

গোষ্ঠী সংক্রমণ এর চরম পর্যায়ে রয়েছে ওমিক্রন! কতটা ঝুঁকি বেড়েছে, জেনে নিন

News Desk