Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

‘স্বমেহন থেকে শীৎকার’- অশ্লীল শব্দে কুরুচিকর কবিতা পোস্ট করে বিতর্কে কবীর সুমন

যত দিন এগোচ্ছে যেন ক্রমশঃই এক বিতর্কিত চরিত্র হয়ে দাড়াচ্ছেন কবীর সুমন। কিছুদিন আগেই এক বাংলা সংবাদ চ্যানেলের সাংবাদিকের সঙ্গে টেলিফোনিক কথাবার্তা চলাকালীন দুর্ব্যবহার এবং আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবারও আবার বিতর্ক ছড়ালো তার এক ফেসবুক পোস্ট ঘিরে।

বিষয়টা কী? শুক্রবার কবীর সুমন ফেসবুকে একটি কবিতা লিখে পোস্ট করেন। বিতর্ক দানা বাঁধে সেখান থেকেই। কবিতাটি পড়ে অনেকের অভিযোগ, সেই কবিতাটিতে প্রয়োগ হয়েছে বহু অশ্লীল শব্দ। নেট নাগরিক থেকে বাংলার শিল্পমহল, কবিতার ব্যবহৃত শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। আর শুধু যে অশ্লীল শব্দ ব্যবহার হয়েছে তাই নয়, কবীর সুমনের পোস্ট করা সেই কবিতায় এক মহিলার নাম বারবার ঘুরে ফিরে এসেছে। আর সেই মহিলার নামের সাথে এক নামকরা বাঙালি কবির স্ত্রীর নামের সাদৃশ্য রয়েছে। সেই প্রখ্যাত কবির সঙ্গে কবীর সুমনের সম্পর্ক তিক্ততা প্রায় সকলেরই জানা। অল্প কিছুদিন আগেই কবীর সুমনের সাথে সোশ্যাল মিডিয়ায় তর্কবিতর্কে জড়িয়ে ছিলেন ওই কবি।

এক সাংবাদিককে অশ্লীল ভাষায় কথা বলার জন্য সেই কবি প্রতিবাদ করেন সুমনের বিরুদ্ধে। পাল্টা তাঁর বিরুদ্ধেও ব্যক্তি আক্রমণ শানিয়েছিল কবীর সুমন।

কবীর সুমনের পোস্ট ঘিরে কার্যত হতবাক বাংলার শিল্পী জগতের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। সৃজিত মুখোপাধ্যায় থেকে রাহুল বন্দ্যোপাধ্যায়– অনেকেই গায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কবীর সুমনের ভক্তদেরও অনেকের হতাশা— ‘এই তোমাকে চাই না’।

অনেকের বক্তব্য, “যৌনাঙ্গের আকার, হস্তমৈথুন, শিৎকার– কবীর সুমনের কবিতা জুড়েই যেন বোঝা যাচ্ছে এক বিকৃতকাম মানসিকতা”। অভিনেতা রাহুল যেমন লিখেছেন, “মানুষ হওয়া ছেড়েছ তো কয়েক বছর আগে, তোমার কি জন্তু হতে এতো ভালো লাগে?”

শনিবার দুপুরে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও নাম না করে একটি পোস্ট করেছেন। সেখানে একজন ব্যক্তির সাধারন বিচার বুদ্ধি লোপ পেয়েছে বলে ইঙ্গিত করেছেন। তার মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং নাম না করে সুদীপ্তা চক্রবর্তীও জানিয়েছেন, সেই ব্যক্তির মানসিক চিকিৎসা দরকার। অভিনেত্রী এমনটাও দাবী করেছেন, এই ব্যক্তিকে জনজীবন থেকে দূরত্ব বজায় করে রাখা উচিত।

ঘটনায় স্তম্ভিত সৃজিত মুখোপাধ্যায়ও। তিনি লিখেছেন, “মাফিয়ারাও অন্তত পরিবার কে জড়ায় না। আমি স্তম্ভিত। ভাষা হারিয়ে ফেলেছি।” এছাড়াও অনেকে প্রতিবাদ করেছেন এমনকি কবীর সুমনের অনুরাগীরাও।

Related posts

নারীদের নগ্ন করিয়ে পুজো করাতেন, করতেন ধর্ষণও! ৪০০ মহিলার শ্লীলতাহানির অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে

News Desk

স্বামীর অত্যাচারে অতিষ্ঠ! স্বাধীনতার সকালে মুক্তি খুঁজতে দুই সন্তান নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ মায়ের

News Desk

এই স্বামী-স্ত্রী কে দেখলে মা-ছেলে ভেবে ভুল করেন সকলে! কারণটা জানলে চমকে যাবেন

News Desk