Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

নারীর পোশাকই ধর্ষণের জন্য দায়ী! পুরুষ তো আর রোবট নয়! দাবী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের

নারীর পোশাকই ধর্ষণের জন্য দায়ী! পুরুষ তো আর রোবট নয়! দাবী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের

প্রায়ই কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ধর্ষণ নিয়ে আবারও বিরূপ মন্তব্য করে ফের বিতর্কের মুখে তিনি। পাশাপাশি তা জানান দেয় পাকিস্তানের নারীদের অবস্থান বিষয়ে। সম্প্রতি ইমরান খানের দাবি করেন পাকিস্তানে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়া মহিলাদের পোশাকের সঙ্গে সম্পর্কিত।

imran Khan said dress is responsible for rape

মহিলাদের পোশাকের দৈর্ঘ্যর কারণেই ধর্ষণ বাড়ছে পাকিস্তানে— ধারণা পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের। প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের এই মন্তব্য আন্তর্জাতিক নানা ক্ষেত্র এবং সোশ্যাল মিডিয়া নিন্দার মুখে পড়েছে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে এক পাক নাগরিক তাঁকে ফোনে জিজ্ঞাসা করেছিলেন, পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণ ও যৌন নিগ্রহ নিয়ন্ত্রণে তার পরিকল্পনা কী? বাচ্চারা সবচেয়ে বেশি নিগৃহীত।‘

ইমরান জবাবে বলেছেন, ‘‘যদি একজন মহিলা ছোট পোশাক পরে বাইরে বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের মনের উপর পড়তে বাধ্য। এর ফলে আকৃষ্ট হতে পারেন পুরুষেরা। যদি না তিনি রোবট হন। এটা একটা খুব সাধারণ একটি ব্যাপার।’

ইমরানের এই মন্তব্যের পরে সমালোচনায় মুখর হয়েছে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তানের সংবাদ মাধ্যমও দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন। এদিকে ইমরান খানের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেট নাগরিকরা।

অন্যদিকে ইমরান খানের সমর্থকরা বলছেন, প্রধানমন্ত্রীর মন্তব্যেকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এর আগে এপ্রিল মাসেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ‘পরদা’ রীতির মাধ্যমে ইসলাম ধর্মে সংযম স্থাপন করা হয়।

: imran Khan said dress is responsible for rape

Meta Description: ধর্ষণ নিয়ে কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কের মুখে পাক প্রধানমন্ত্রী। কি বললেন তিনি

Related posts

ভিডিও কলে সেক্স টকের ফাঁদ! ব্ল্যাকমেলের শিকার হয়ে ১ লক্ষ টাকা খোয়ালেন যুবক!

News Desk

পর্নস্টারের উপর দেদার টাকা উড়াচ্ছিল প্রেমিক! জানতে পেরে মহিলা যা করলো.. ঘটনা ভাইরাল

News Desk

বৃষ্টির পর নদীর জল কমতেই মিলল প্রচুসংখ্যক রুপোর মুদ্রা, কুড়িয়ে নিতে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে মানুষ

News Desk