Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেড় থেকে তিনদিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা! গোষ্ঠী সংক্রমণ শুরু?

‘ওমিক্রন’-এর গোষ্ঠী সংক্রমণ শুরু! দ্রুত ছড়াচ্ছে ‘ওমিক্রন’। এক দিনে ৯৩,০৪৫ জন করোনা সংক্রমিত হলেন ব্রিটেনে। এই নিয়ে পরপর তিন দিন রেকর্ড। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত, এই সংখ্যক দৈনিক সংক্রমণ দেখেনি ব্রিটেন। বিশেষজ্ঞেরা বলছেন, ঝড়ের গতিতে সংক্রমণের পাশাপাশি ডেল্টাকে সরিয়ে ওমিক্রনই হয়ে উঠছে ডমিন্যান্ট বা মূল সংক্রামক স্ট্রেন। স্থানীয়ভাবে ওমিক্রন-সংক্রমণ দেড় থেকে তিনদিনের মধ্যে দ্বিগুণ হচ্ছে। শনিবার এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তাহলে কী ‘ওমিক্রন’-এর গোষ্ঠী সংক্রমণ শুরু হল? এখন এমন প্রশ্নই উঠছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, প্রথম ওমিক্রন-আক্রান্তের হদিশ পাওয়ার পর একমাসও পেরোয়নি। এর মধ্যেই বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের এই প্রজাতি। শনিবার ‘WHO’-র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, যে সমস্ত এলাকায় ওমিক্রন-সংক্রমিতের হদিশ মিলছে, সেই সমস্ত এলাকায় দেড় থেকে তিনদিনের মধ্যে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে তো বিদ্যুতের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ‘ওমিক্রন’। অর্থাৎ অধিকগুণ মিউটেশনে সক্ষম ওমিক্রনের সংক্রমণ প্রবণতাও অধিক।

করোনাভাইরাসের এই নয়া প্রজাতির সংক্রমণের তীব্রতা অতিরিক্ত এবং যেখানে গোষ্ঠী সংক্রমণ হবে সেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাহক ‘ডেল্টা’-র থেকেও ‘ওমিক্রন’ ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সতর্কবার্তা যে নিছক ছিল না, তা সাম্প্রতিক ওমিক্রন-সংক্রমিতের সংখ্যার রিপোর্টেই স্পষ্ট হচ্ছে। যে সমস্ত দেশের নাগরিকদের মধ্যে উচ্চ মাত্রার রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠেছে, সেই সমস্ত দেশেও দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ‘ওমিক্রন’। যদিও এর কারণ করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়ান্টের অনাক্রমতা, অধিক সংক্রমণ প্রবণতা অথবা দুটির একত্রীকরণ কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্বজুড়ে সংক্রমিতের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে উদ্বিগ্ন ‘WHO’-র কার্যকর্তারা।

এদিকে তৃতীয় ঢেউয়ে ক্রমেই ডুবছে ব্রিটেন। তাদের পরিস্থিতি দেখে চিন্তায় আমেরিকা। এর আগেও দেখা গিয়েছে ইউরোপের পরে সংক্রমণ ঢেউ আছড়ে পড়েছে আমেরিকায়। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ডেল্টার থেকেও ৭০ শতাংশ বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের। প্রাথমিক পর্যবেক্ষণে অবশ্য দেখা যাচ্ছে, ওমিক্রনের মারণ ক্ষমতা তেমন নেই। রোগীর বাড়াবাড়ি হচ্ছে না। দ্রুত সেরে উঠছেন সংক্রমিত ব্যক্তি। কিন্তু তাতেই এটিকে ‘নিরাপদ’ মনে করার কোনও কারণ নেই বলে জানাচ্ছে আমেরিকার স্বাস্থ্য দফতর।

Related posts

দুই বোনের দুই ছেলে একসাথে মাসতুতো ভাই আর যমজ ভাইও, কিভাবে এমন অদ্ভুত সম্পর্ক তৈরি হল

News Desk

খারাপ আবহাওয়ার জের , অবতরণের সময় এয়ার টার্বুলান্স এ বিমান, আহত ৮

News Desk

বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি! কিন্তু জানেন কী? কীভাবে পর্নস্টার তৈরী হয়?

News Desk