আজ ২৫ শে নভেম্বর, ২০২১, বৃহষ্পতিবার। ০৯ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আর যা যা কিছু হয়েছিল আজকের দিনে।
আজকের দিনের বিশেষ বিশেষ কিছু ঘটনা:
১৫৩৮ – পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৮১৩ – জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৭৫৯ – একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।
১৮৩৮ – ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।
১৮৭৫ – ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৮০ – ফরাসি বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ – দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।
১৯৯১ – খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৯৯২ – চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।
১৯৯৬ – পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে গিয়েছিলেন।
২০০১ – সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।
২০০৪ – রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
ইতিহাসে এই দিনে বিশিষ্টজনের জন্মদিন:
১৮৯৮ – চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন।
১৯৩৩ – কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৫২ – ইমরান খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী।
১৯৮১ – জাবি আলোনসো, তিনি স্প্যানিশ ফুটবলার।
ইতিহাসে এই দিনে বিখ্যাত যেসব ব্যক্তিদের মৃত্যুবার্ষিকী :
১৮৫৭ সালে এই দিনে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক মারা যান।
১৯১১ – ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।
২০১৬ – ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।