Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

২৫ নভেম্বর: চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন থেকে রাতের তাজ দর্শন, উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

আজ ২৫ শে নভেম্বর, ২০২১, বৃহষ্পতিবার। ০৯ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আর যা যা কিছু হয়েছিল আজকের দিনে।

আজকের দিনের বিশেষ বিশেষ কিছু ঘটনা:

১৫৩৮ – পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।

১৮১৩ – জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।

১৭৫৯ – একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে। তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।

১৮৩৮ – ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৭৫ – ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।

১৮৮০ – ফরাসি বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।

১৯৭৫ – দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ – মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।

১৯৯১ – খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৯৯২ – চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।

১৯৯৬ – পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে গিয়েছিলেন।

২০০১ – সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।

২০০৪ – রাতে তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

ইতিহাসে এই দিনে বিশিষ্টজনের জন্মদিন:

১৮৯৮ – চিত্রপরিচালক দেবকী কুমার বসু জন্মগ্রহণ করেন।

১৯৩৩ – কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৫২ – ইমরান খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী।

১৯৮১ – জাবি আলোনসো, তিনি স্প্যানিশ ফুটবলার।

ইতিহাসে এই দিনে বিখ্যাত যেসব ব্যক্তিদের মৃত্যুবার্ষিকী :

১৮৫৭ সালে এই দিনে সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক মারা যান।

১৯১১ – ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।

২০১৬ – ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ, তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।

Related posts

বান্ধবীর সাথে কথা বন্ধ কিশোরীর! ব্যারাকপুরে সমকামী সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক ঘটনা

News Desk

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪২০০০, সামনে উৎসবের মরশুমে ঘিরে উদ্বেগ

News Desk

নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুকে উদ্ধার করে পুরস্কৃত। প্রশংসায় ভাসছে সারা দেশ।

News Desk