Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বামী ৬ ফুট, আর স্ত্রী ৩ ফুট! কিভাবে সামলাচ্ছেন দাম্পত্য, জানালেন নিজেরাই

আমেরিকার বাসিন্দা ক্রিস্টি চ্যান্ডলার এবং সেনেকা কর্সোটি, বর্তমানে এই দম্পতি আলোচনার কেন্দ্রবিন্দু। বিভিন্ন মহলে এখন আলোচনা চলছে ক্রিস্টি এবং সেনেকার শারীরিক উচ্চতা নিয়ে। ক্রিস্টির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি যেখানে ৩ফুট ২.২ ইঞ্চি উচ্চতা সেনেকা, ক্রিস্টির সাথে তুলনা করলে সেনেকা বড়ই  ‘ছোট’। যদিও শারীরিক উচ্চতা বাধা হয়ে দাঁড়ায়নি ক্রিষ্টি এবং সেনেকার সম্পর্কের মধ্যে। বর্তমানে দুজনেই পেশায় শিক্ষক। একটি স্কুলে এখন আঁকা সেখান ক্রিষ্টি । যেখানে সেনেকা ওই স্কুলেই অঙ্ক করান।

শুরুতে বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল সেনেকা এবং ক্রিস্টির সম্পর্ক। সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোলাগায় পরিণত হয়। দুজনেই ২০২১ সালে একসাথে গাঁটছড়া বাধঁতে রাজি হয়। যদিও ওই সময় অনেকে বারণ করেছিলেন ক্রিষ্টি কে। তবে এ ধরণের কোনও কথায় ক্রিষ্টি কর্ণপাত করেনি। দুজনে বেশ সংসার করছেন। সংবাদমাধ্যম কে তারা জানিয়েছেন যে , তাঁদের ভালবাসায় বাধা হতে পারেনি দৈহিক উচ্চতা। অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে সেনেকা। বলা ভালো তাঁর থেকে কিছুটা বেশিই। ওরা একে ওপরের পরিপূরক।

অপরদিকে সেনেকাও জানিয়েছেন, ক্রিষ্টির মতো এমন মানুষ খুব কম দেখেছে সেনেকা। উচ্চতার যতই পার্থক্য থাকুক না কেন সম্পর্কে কোনও বিচ্ছেদ আসবে না।নিজেদের পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি বলে মনে করেন ক্রিস্টি এবং সেনেকা দু’জনেই ।

Related posts

খাবার আনতে গিয়েছিলেন! পথে স্বামী দেখলেন অন্যের সাথে স্ত্রী পালাচ্ছে! পুলিশের দ্বারস্থ স্বামী

News Desk

বহু মূল্যের রেলের নির্মীত ফ্ল্যাটের ব্যাবহার হচ্ছে খাটাল হিসাবে , বাস করছে গরুর পাল

News Desk

আকাশের বুক চিরে রহস্যময় চোঁখ ধাঁধানো আলো পাঞ্জাবের পাঠানকোটে! UFO নাকি? জল্পনা!

News Desk