Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

লিপস্টিক ঠোঁটে থাকে না! মেনে চলুন এই পদ্ধতি

সাজগোজ করে আয়নায় দেখতেন আগে বেরনোর সময় ঠোঁটের সাজটা ঠিকমতো হল কি না! এখন ঠোঁটের সাজ চাপা পড়েছে মাস্কের তলায় বেশ কিছুদিন হল। তাহলেও ব্যবহার কিন্তু কমেনি একদমই লিপস্টিকের । লিপস্টিক লাগাতে গিয়ে যে সমস্যায় পড়েন সকলেই, সেটা হল লিপস্টিক ঘেঁটে যাওয়া। লিপস্টিক ঠিক ভাবে লাগানোর মধ্যেই লিপস্টিক না-ঘাঁটার রহস্য লুকিয়ে আছে, !

লিপস্টিক কীভাবে লাগাবেন?

how to use lipstick properly

প্রথমে একটু পাউডার ঠোঁটে বুলিয়ে নিন। এতে লিপস্টিক তৈরি হবে লাগানোর বেস। তারপর ঠোঁটের বাইরে একটি রেখা বানিয়ে নিন লিপলাইনার বা ক্রেয়ন দিয়ে । এতে আশঙ্কা কমবে লিপস্টিক ঘাঁটার । এরপর লিপস্টিক লাগান প্রথমে নীচের ঠোঁটে ও তারপর উপরের ঠোঁটে । লিপস্টিক লাগানো হয়ে গেলে ঠোঁট গোল করে তর্জনীটা পুরে দিন তার মধ্যে । অতিরিক্ত লিপস্টিক, যা অনেক সময় দাঁতেও লেগে যায়, উঠে আসবে আঙুলে । এরপর লিপস্টিক লাগান আবারও প্রথমে নীচে ও উপরের ঠোঁটে । এতে আসল রঙটি আসবে লিপস্টিকের । এরপর অতিরিক্ত লিপস্টিক বার করে ফেলুন আবারও তর্জনী দিয়ে । একটি টিস্যু পেপার নিন তারপর । ঠোঁটদুটো ফাঁক করে অতিরিক্ত লিপস্টিক মুছে নিন তার মধ্যে টিস্যু পেপার দিয়ে । ব্যস, আর আশঙ্কা থাকবে না লিপস্টিক ঘাঁটার !

Related posts

যৌন মিলন করতেই হবে! পুলিশের গাড়িতে উঠে বসে জোড়াজুড়ি তরুণীর! তারপর…

News Desk

গোপনাঙ্গে ২ মিটার লম্বা নাইলনের সুতো প্রবেশ করালেন এক ব্যক্তি! কারণ জানলে হুঁশ উড়ে যাবে

News Desk

আপনিও কি এমন জিনিস গুগলে সার্চ করেন? সাবধান জেলেও যেতে হতে পারে!

News Desk