Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ঠিকানা পরিবর্তন করেছেন! জেনে কি ভাবে আধারকার্ডে নিজের নতুন ঠিকানা আপডেট করবেন

বেশিরভাগ সরকারি কাজের জন্য আধার কার্ডের (Aadhaar Card) ভীষন প্রয়োজন সে আপনার সরকারী অফিসের কাজ হোক কিংবা ব্যাঙ্ক সম্পর্কিত কোনো কাজ, জমি সম্পত্তির কাজ বা যে কোনো অন্য গুরুত্বপূর্ণ কাজ। এখনকার সময়ে প্রত্যেক নাগরিকের জন্যই আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। কিন্তু অনেক সময়ই আমাদের এক শহর থেকে অন্য শহরে বা এমনকি একই শহরে অন্য জায়গায় নিজের অবস্থান স্থানান্তর করতে হয় চাকরি বদলির কারণে বা অন্য কোনও কারণে। আধার কার্ডেও আপডেট বেশ জরুরি এমন পরিস্থিতিতে।

আপনি যদি নিজের ঠিকানা পরিবর্তন করতে চান আধার কার্ডে তবে এর জন্য আপনাকে লাইন দেওয়ার দরকার নেই আধার কেন্দ্রে গিয়ে। আপনি ঘরে বসে নীচে দেওয়া পদ্ধতিটির মাধ্যমে আধার কার্ডে নিজের ঠিকানা সহজেই পরিবর্তন করতে পারেন। কীভাবে নিজের ঠিকানা পরিবর্তে করবেন, চলুন তা দেখে নেওয়া যাক –

১. প্রথমে যেতে হবে ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইট, uidai.gov.in এ।

২. এরপর MY Aadhaar অপশনে যেতে হবে ওই ওয়েবসাইটে হোম পেজে।

৩. সেখানে দেখা যাবে Update Your Aadhaar অপশন। Update Demographics Data Online এ ক্লিক করতে হবে সেখানে।

৪. তারপর আপনার সামনে সেলফ সার্ভিস আপডেট পোর্টাল ssup.uidai.gov.in খুলে যাবে।

৫. তরপর Proceed to Update Aadhaar অপশনে ক্লিক করতে হবে ।

৬. এরপরে বলা হবে Aadhaar Card Number ও ক্যাপচা কোড দেওয়ার জন্যে। ক্যাপচা কোড দিলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি (OTP) আসবে , ক্লিক করতে হবে সাবমিট বটনে (Submit Button) ওটিপি দিয়ে।

৭. ওটিপি প্রবেশের পরে যেখানে দুটি অপশন আপনার সামনে ভেসে উঠবে একটি নতুন পেজ আপনার সামনে খুলবে। এখন আপনাকে ক্লিক করতে হবে Update Demographics Data তে।

৮. এরপরে ক্লিক করতে হবে Address অপশনে। তরপর সাবমিট করতে হবে বৈধ নথি স্ক্যান করে। তারপরে ক্লিক করতে হবে Proceed এ।

৯. এর পরে আপনি দেখতে পাবেন আপনার পুরানো ঠিকানা এবং আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে নীচে এবং আপলোড করতে হবে বৈধ নথিও। আপনি দেখে নিতে পারেন এটির Preview করেও।

নথি জমা দেবেন ভালো করে যাচাই করে নিয়েই। তারপরই পাবেন Update Request Number অর্থাৎ URN । যার সাহায্যে আপনি যাচাই করতে পারেন ইউআইডিএআই ওয়েবসাইটে স্ট্যাটাসটি। এইভাবে আপনার ঠিকানা আপডেট হয়ে যাবে আধার কার্ডে।

Related posts

জানেন! প্রতি পাঁচ জন মহিলার মধ্যে এক জন মহিলা নিজের যৌন জীবনে অতৃপ্ত থাকেন!

News Desk

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে মাঝরাতে সোজা থানায় পৌছলেন স্ত্রী! কারণ কি?

News Desk

৪০০ এর গন্ডি টপকালো দেশের Omicron আক্রান্তের সংখ্যা! কেন্দ্র জানালো আশঙ্কার কথা

News Desk